মেখলিগঞ্জ: মেখলিগঞ্জ (Mekhliganj) হাসপাতাল পাড়ায় আগুনে ভষ্মিভূত হলো চারটি দোকান। মঙ্গলবার ভোর ৩.৩০ নাগাদ আগুন লাগে। এক অ্যাম্বুলেন্স চালক দমকল অফিসে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ফলে দোকানগুলিতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানদাররা।
একটি দোকানের মালিক বিমল বর্মন বলেন, “এদিন ভোরে এক ব্যক্তি আমার বাড়ি গিয়ে আমাকে দোকানে আগুন লাগার খবর জানায়। এসে দেখি দমকল আগুন নেভাচ্ছে কিন্তু দোকানে আর কিছুই অবশিষ্ট নেই। ঋণ নিয়ে দোকান বানিয়েছি। দোকানের ওপর সংসার চলে। এখন কী করব বুঝতে পারছি না। প্রায় ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
মেখলিগঞ্জ দমকল কেন্দ্রের অফিসার ইনচার্জ এন্টোনি সাহা (Antony Saha) বললেন, “এদিন ঘটনার খবর পেয়ে মেখলিগঞ্জ ও হলদিবাড়ির দমকল কর্মীরা (Fireplace brigade) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”