উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতার বড়বাজারে একটি হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে (Fireplace in kolkata Resort) মৃত্যু হয়েছে ১৪ জনের। এই ঘটনায় ওই হোটেলের মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার (Arrest) করল পুলিশ। বুধবার রাতে এই ঘটনায় অভিযোগ দায়ের করে দমকল। পুলিশও সুয়ো মোটো অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। এরপর তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু এবং নগরপাল মনোজ পন্থ। বড়বাজারের ওই হোটেলে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
বড়বাজারের ঘটনায় মৃত ১৪ জনের ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে। জানা গিয়েছে, অধিকাংশের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দমবন্ধ হওয়ার কারণে। কয়েকজনের দেহে পোড়ার ক্ষত পাওয়া গিয়েছে। এছাড়া একজন হোটেল থেকে ঝাঁপ দেওয়ার কারণে মারা গিয়েছেন। ১৪ জনের মধ্যে দু’জনকে এখনও শনাক্ত করা যায়নি। বাকি ১২ জনের দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁরা বেশিরভাগই ভিনরাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে।
অগ্নিকাণ্ডের (Fireplace) পরই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফলতির অভিযোগ উঠেছে। বুধবার ঘটনাস্থলে যান দমকলের ডিজি রণবীর কুমার। তিনি জানান, ওই হোটেলের ‘ফায়ার লাইসেন্স’-এর মেয়াদ শেষ হয়েছিল তিন বছর আগেই। হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও অগ্নিকাণ্ডের সময় তা কাজ করেনি। পুরো ঘটনার তদন্ত চলছে।