Fireplace | হলদিবাড়ি সবজি বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান

Fireplace | হলদিবাড়ি সবজি বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


হলদিবাড়ি: হলদিবাড়ি স্টেশন (Haldibari Station) সংলগ্ন সবজি বাজারে (Vegetable Market) বিধ্বংসী আগুন (Fireplace)। শুক্রবার গভীর রাতে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন।

গতকাল গভীর রাত প্রায় আড়াইটা নাগাদ দূর থেকে প্রথমে আগুন দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। তাঁদের চিৎকারে আশপাশ থেকে আরও লোকজন সেখানে জড়ো হন। প্রথমে তাঁরাই আগুন নেভাতে সচেষ্ট হন। খবর পেয়ে হলদিবাড়ির দমকলের (Fireplace Brigade) দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে মেখলিগঞ্জ থেকে আরও একটি দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, হলদিবাড়ি স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডের ভেতরে যে অস্থায়ী সবজি মার্কেট রয়েছে, সেখানেই কোনওভাবে আগুন লেগে যায়। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি অস্থায়ী দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাই জানান, দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *