Falakata | রিসর্টে নিয়ে গিয়ে মাদক খাইয়ে ধর্ষণ

Falakata | রিসর্টে নিয়ে গিয়ে মাদক খাইয়ে ধর্ষণ

খেলাধুলা/SPORTS
Spread the love


ভাস্কর শর্মা, ফালাকাটা: পরিচয় সোশ্যাল মিডিয়ায়। মাস কয়েকের সম্পর্কের পর ভরসা করে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বিপাকে পড়লেন ফালাকাটা শহরের এক তরুণী (Falakata)। তাঁকে লাটাগুড়ির একটি রিসর্টে নিয়ে গিয়ে মাদক খাইয়ে ধর্ষণ (Rape) করার অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের বাড়িও ফালাকাটা শহরেই। তবে সোমবার বিকেল অবধি তাকে গ্রেপ্তার করা যায়নি।

রবিবার রাতে শহরের তরুণী ফালাকাটা থানায় সেই তরুণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার বিষয়টি জানাজানি হওয়ার পরেই শহরজুড়ে গুঞ্জন শুরু হয়েছে। ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য বলেন, ‘এক তরুণের বিরুদ্ধে ধর্ষণ করার অভিযোগ জমা পড়েছে। আমরা অভিযোগ পেয়েই তদন্তে নামি। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক।’

ফালাকাটা থানা সূত্রে জানা গিয়েছে, তরুণ-তরুণী দুজনের বাড়িই ফালাকাটা শহরে হলেও তাঁদের পরিচয় খুব বেশিদিনের নয়। সেই তরুণ বর্তমানে ভিনরাজ্যে পড়াশোনা করে। মাস দেড়েক আগে সেই দুজনের পরিচয় হয় ইনস্টাগ্রামে। আস্তে আস্তে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এই সময়ের মধ্যে সেই দুজন দু’তিনবার দেখাসাক্ষাৎও করেন। পরিচয় জমে ওঠার পর সেই তরুণ, মেয়েটিকে একসঙ্গে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। সেইমতো দিন তিনেক আগে তাঁরা একসঙ্গে বের হন। লাটাগুড়ির একটি রিসর্টে যান। সেখানে তাঁরা নিজের নিজের নথিপত্র নিয়েই ঘর বুক করেন। সেই তরুণীর অভিযোগ, তাঁরা একসঙ্গে খাওয়াদাওয়া করেন। সেই খাবারের সঙ্গে তরুণ মাদক মিশিয়ে দেয়। তরুণী তা ঘুণাক্ষরেও সন্দেহ করতে পারেননি। খাওয়ার পরেই অচৈতন্য হয়ে পড়েন তিনি। সেই সুযোগে তরুণীকে ওই তরুণ ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পরেও তরুণীর জ্ঞান ফেরেনি। এদিকে, ছেলেটি তাঁকে নিয়ে ফালাকাটার উদ্দেশে রওনা দেয়। অর্ধচেতন অবস্থায় তরুণীকে তাঁর বাড়ির সামনে ফেলে চলে যায় ওই তরুণ। জ্ঞান ফিরলে নিগৃহীতা কান্নাকাটি শুরু করেন। পরিবারের লোকজনকে সব জানান। পরে পরিবারের লোকজন থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নেন।

মেয়েটির পরিবার নাকি ছেলেটির সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানত। তাঁদের মধ্যে নাকি প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি দুই পরিবারের লোকজনও আঁচ করতে পেরেছিলেন। সেই সম্পর্কের সুবাদেই ঘুরতে যাওয়া। তরুণী হঠাৎ ধর্ষণের অভিযোগ আনায় এখন দুই পরিবারই হতবাক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *