Falakata | জঙ্গলে গোরু আনতে গিয়ে বিপত্তি, হাতির হানায় গুরুতর জখম ১ গ্রামবাসী

Falakata | জঙ্গলে গোরু আনতে গিয়ে বিপত্তি, হাতির হানায় গুরুতর জখম ১ গ্রামবাসী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


ফালাকাটা: জঙ্গলে গোরু আনতে গিয়ে হাতির হানায় গুরুতর জখম হলেন এক গ্রামবাসী। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের পশ্চিম শালকুমার গ্রামে। এই গ্রামের পাশেই দক্ষিণ খয়েরবাড়ি বনাঞ্চল। ওই গ্রামের কয়েকজন বাসিন্দা এদিন সন্ধ্যায় গোরু আনতে জঙ্গলে ঢোকেন। জঙ্গল থেকে ফেরার পথে তারা হাতির সামনে পড়ে যান। তখন বাকিরা পালিয়ে গেলেও কালীপদ দাস নামে ষাটোর্ধ এক ব্যক্তি হাতির হানায় গুরুতর জখম হন৷

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন স্থানীয় বাসিন্দারা। বাজি পটকা ফাটিয়ে হাতিটিকে গ্রামছাড়া করেন। এরপর গুরুতর জখম অবস্থায় কালীপদ দাসকে উদ্ধার করে প্রথমে নিয়ে যান ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাঁকে রেফার করা হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে তাঁর। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, কালীপদ দাসের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখে আটটি সেলাই পড়েছে।

স্থানীয় পঞ্চায়েত সদস্য আমজাদ হোসেন জানান, একটি হাতি আক্রমণ করে। জখম ব্যক্তির চিকিৎসা চলছে। তবে হাতির হানার ঘটনা ঠিক কোথায় ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। মাদারিহাটের রেঞ্জার শুভাশিষ রায় জানান, ঘটনাটি জঙ্গলের ভেতরে নাকি বাইরে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *