Excessive Court docket | অনিকেতের পোস্টিং মামলার রায়কে চ্যালেঞ্জ! ডিভিশন বেঞ্চে গেল রাজ্য

Excessive Court docket | অনিকেতের পোস্টিং মামলার রায়কে চ্যালেঞ্জ! ডিভিশন বেঞ্চে গেল রাজ্য

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের কলকাতা হাইকোর্টের (Excessive Court docket) সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। আরজি কর আন্দোলনের (R G Kar Motion) অন্যতম প্রতিবাদী মুখ চিকিৎসক অনিকেত মাহাতোকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পোস্টিং দিয়েছিল রাজ্য সরকার। কাউন্সেলিং-এর সময় অনিকেত আরজি করের কথা জানালেও রাজ্য সেই পছন্দের কথা শোনেনি। অনিকেত ও আরও ২ চিকিৎসককে তাদের পছন্দমতো পোস্টিং দেওয়া হয়নি বলেই স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। বাকি সবাই নিজের নিজের পছন্দের জায়গায় পোস্টিং পেয়েছেন।

এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনিকেত। শুনানিতে প্রশ্ন ওঠে কাউন্সেলিং করার পরও কেন পছন্দমতো পোস্টিং দেওয়া হয়নি। কেন ৩ জন চিকিৎসকের ক্ষেত্রে ব্যতিক্রম করা হয়েছে সেই প্রশ্নও চর্চায় আসে। রাজ্যের আইনজীবী যুক্তি দেন, আরজি কর হাসপাতালেই কাজ করতে দিতে হবে এমন দাবি করা যায় না। রাজ্য সরকারের দাবি, “পোস্টিং প্রক্রিয়া কেবল মেধার উপর নির্ভরশীল নয়, অন্যান্য প্রশাসনিক প্রয়োজনে কোথায় কাকে পাঠানো হবে, সেটাও সমান গুরুত্বপূর্ণ।’

যদিও বিচারপতি বসু দু’পক্ষের যুক্তি খতিয়ে দেখে অনিকেতের আর্জিতে সায় দিয়ে তাঁকে আরজি করে পোস্টিং দেওয়ার নির্দেশ দেন। সেই রায়কেই এদিন চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *