উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুভমনের ২৬৯ রানের ক্লাসিক ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৫৮৭ । যদিও চাপের মুখে গিলকে যোগ্য সঙ্গত করেছেন জাডেজা(৮৯) ও ওয়াশিংটন সুন্দর(৪২)। তবে পালটা ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই চাপে পড়ে গিয়েছে ইংল্যান্ড দল। ১২ ওভারের মধ্যেই ৫০ রান করতে গিয়ে ৩ উইকেট হারিয়ে ফেলেছে তারা। এর মধ্যে দুটো উইকেট গিয়েছে আকাশদীপের ঝুলিতে। সিরাজ নিয়েছেন একটি উইকেট। এই মুহূর্তে পিচে রয়েছেন ইংল্যান্ডের জো রুট এবং হ্যারি ব্রুক।