Enamel scaling | দীর্ঘদিন দাঁতের সমস্যায় ভুগছেন? স্কেলিং করাতে চান? জেনে নিন স্কেলিং কি

Enamel scaling | দীর্ঘদিন দাঁতের সমস্যায় ভুগছেন? স্কেলিং করাতে চান? জেনে নিন স্কেলিং কি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সহজভাবে বলতে গেলে স্কেলিং হলো গভীরভাবে দাঁত পরিষ্কার করার পদ্ধতি। দাঁতের গোড়ার কাছে যে পাথর ও ব্যাকটেরিয়া জমা হয়, তা পরিষ্কার করা হয়। দন্তচিকিৎসকেরা মাড়ির কিছু রোগে স্কেলিংয়ের পরামর্শ দেন। তবে স্কেলিং কোনো শল্যচিকিৎসা নয়। এখানে বিশেষ যন্ত্রের সাহায্যে দাঁত পরিষ্কার করার কাজটা করা হয়।
সুন্দরভাবে স্কেলিং করাতে একটু সময় লাগতে পারে। বিশেষত দাঁতে জমা ময়লা বা পাথরের পরিমাণ বেশি হলে সময়টা বেশি লেগে যেতে পারে। তাই কিছুটা বাড়তি সময় হাতে নিয়েই যাওয়া উচিত এ কাজে। স্কেলিং (Enamel scaling) করালে বেশ কিছু সমস্যা মিটে যায়। তবে স্কেলিং করানোর পরও কিন্তু দাঁত ও মাড়ির প্রতি যত্নশীল থাকা প্রয়োজন, যাতে দ্রুতই আবার স্কেলিং করানোর প্রয়োজন না পড়ে।

যেসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে

• স্কেলিং করালে দাঁতে জমা হওয়া ময়লা ও পাথর পরিষ্কার হয়ে যায়।
• মাড়ি ব্যথা ও মাড়ি থেকে রক্ত পড়া নিরাময় হয়।
• মাড়ির ক্ষয় এড়ানো সম্ভব হয়।
• মুখের কোথাও ময়লা জমা হওয়ার অর্থই হলো তা বহু ব্যাকটিরিয়ার আস্তানা হয়ে ওঠা। ব্যাকটিরিয়ার কারণে স্বাস্থ্যের অন্যান্য ক্ষতি তো হয়ই, সবচেয়ে বিব্রতকর ব্যাপার যেটা ঘটে, তা হলো মুখে বেশ দুর্গন্ধ হয়। আপনার স্কেলিং করানো প্রয়োজন কি না, তা বলবেন একজন দন্ত বিশেষজ্ঞ। যে সমস্যার জন্য আপনার স্কেলিং (Enamel scaling)  করানো প্রয়োজন, স্কেলিং না করালে তা স্বাভাবিকভাবেই বাড়তে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *