উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: করোনা নিয়ে উদ্বেগের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা ইমরান হাশমি (Emraan Hashmi)। পবন কল্যাণের সঙ্গে ‘ওজি’ (OG) ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। মুম্বইয়ের (Mumbai) গোরেগাঁওয়ে ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করতে থাকেন তিনি। জ্বর ও গা-হাত-পায়ে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে শুরু করে। রক্ত পরীক্ষা করানোর পর জানা যায়, ডেঙ্গি (Dengue) আক্রান্ত অভিনেতা।
এই মুহূর্তে শুটিং থেকে বিরতি নিয়েছেন ইমরান। সুস্থ হওয়ার পর ফের শুটিংয়ে যোগ দেবেন তিনি। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, অভিনেতার চিকিৎসা চলছে। বিশ্রাম নিতে বলা হয়েছে। স্থিতিশীল রয়েছেন অভিনেতা। ইমরানের প্রথম তেলুগু ছবি ‘ওজি’। এই ছবি মুক্তি পাবে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর।