Elephant Dying | হাতিমৃত্যু আটকাতে হাতিয়ার এআই, চাপড়ামারি জঙ্গলে বসল নতুন যন্ত্র

Elephant Dying | হাতিমৃত্যু আটকাতে হাতিয়ার এআই, চাপড়ামারি জঙ্গলে বসল নতুন যন্ত্র

শিক্ষা
Spread the love


জলপাইগুড়ি: ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যু (Elephant Dying) আটকাতে বিশেষ উদ্যোগ নিল বন দপ্তর (Forest Division)। চাপড়ামারি জঙ্গল (Chapramari) সংলগ্ন রেললাইনের ধারে বসানো হয়েছে এআই প্রযুক্তিভিত্তিক অত্যাধুনিক ডিভাইস (AI Machine)।

বেশ কিছু বছর আগে ট্রেনের ধাক্কায় একটি গর্ভবতী হাতির মৃত্যু হয়েছিল। তারপর থেকেই বন দপ্তর এই ধরনের ঘটনা এড়াতে বিভিন্ন ধরনের আধুনিক ডিভাইস ব্যবহার করছে। যার মধ্যে এটি অন্যতম। যদি হাতি রেললাইন বা আশেপাশের এলাকায় চলে আসে, তাহলে অটোমেটিকভাবে বন দপ্তর এবং রেল দপ্তরকে এসএমএস পাঠিয়ে সতর্ক করবে চাপড়ামারি জঙ্গলে বসানো এই উন্নতমানের এআই ডিভাইসটি। পাশাপাশি হাতি বা অন্য কোনও বন্যপ্রাণী রেললাইনের কাছে আসার বিষয়টি ওই ডিভাইসে থাকা ক্যামেরা ছবির মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরকে জানাবে। এপ্রসঙ্গে উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি বলেন, ‘এ ধরনের ডিভাইস চাপড়ামারিতে হাতির করিডোরে বসানো হয়েছে। এতে হাতির মৃত্যুর ঘটনা কমে আসবে বলে আশা করা যাচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *