উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নবান্নের সঙ্গে সংঘাত জাতীয় নির্বাচন কমিশনের (Election Fee of India)! চার অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে নবান্নের বক্তব্য জানতে চাইল জাতীয় নির্বাচন কমিশন। পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যসচিবকে সুপারিশ করেছিল কমিশন। বরখাস্ত এবং এফআইআরের নির্দেশ দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত সেই নির্দেশ কেন কার্যকর করা হয়নি, তা নিয়ে নবান্নের বক্তব্য জানতে চাওয়া হল।
ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগে রাজ্যের চার অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছিল কমিশন। বারুইপুর পূর্বের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার(ERO) দেবোত্তম দত্ত চৌধুরী এবং সেখানকার AERO তথাগত মণ্ডল আর ময়নার ইআরও বিপ্লব সরকার এবং এই বিধানসভা কেন্দ্রের AERO সুদীপ্ত দাসকে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়। এই চারজনের বিরুদ্ধে এফআইআরেরও নির্দেশ দেওয়া হয়। এই চারজনের পাশাপাশি সুরজিৎ হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও কমিশনের ওই পদক্ষেপ প্রসঙ্গে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ঝাড়গ্রামে এক সভা থেকে বলেছিলেন, ‘বাংলার সরকারি অফিসারদের বলব নিশ্চিন্তে থাকবেন। আমরা আপনাদের জীবন দিয়ে রক্ষা করব।’ এই পরিস্থিতিতে অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রসঙ্গে চিঠি পাঠিয়েছে কমিশন। সোমবার ৩ টার মধ্যে এনিয়ে রিপোর্টও চাওয়া হয়েছে।