East Bengal Membership | ইস্টবেঙ্গল ক্লাবে চুরি! ঘটনায় হতভম্ব ক্লাব কর্তৃপক্ষ

East Bengal Membership | ইস্টবেঙ্গল ক্লাবে চুরি! ঘটনায় হতভম্ব ক্লাব কর্তৃপক্ষ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Membership) চুরির অভিযোগ তুললেন  ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার (Devabrata Sarkar)। তাঁর অভিযোগ, ক্লাবের দু’টি ফ্লাডলাইটের (Floodlight) বৈদ্যুতিন সরঞ্জাম চুরি হয়েছে। সেগুলির দাম ১২ থেকে ১৪ লক্ষ টাকা।

তিন মাস আগে ওই চুরি হয়েছিল। ক্লাব কর্তৃপক্ষ ময়দান থানায় পুলিশে অভিযোগ দায়েরও করেছিলেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তও শুরু করেছিল। কিন্তু তার পরে এব্যপারে ক্লাব আর কিছু জানে না।

বৃহস্পতিবার দুপুরে কলকাতা লিগের (Calcutta League) খেলা ছিল ইস্টবেঙ্গল মাঠে। সেই ম্যাচে দর্শক কম ছিল। খেলা শেষে সাংবাদিকদের দেবব্রত বলেন, “আমি দর্শকদের মাঠে আসতে আহ্বান করব।

তখনই এক সাংবাদিক প্রশ্ন করেন, ইস্টবেঙ্গল ক্লাবে তো ফ্লাডলাইট আছে। তা হলে দুপুরের বদলে সন্ধ্যায় খেলার আয়োজন করা যায় কী না? তা হলে দর্শক আরও বেশি আসত।

ওই সময় তখনই চুরির বিষয়টি তোলেন দেবব্রত। তিনি বলেন, “রাস্তার দিকের দুটো ফ্লাডলাইটের নীচের প্লাগগুলো চুরি করে নিয়েছে। এছাড়াও এটা আমাদের গ্যালারি না। পিডব্লিউডি দেখাশোনা করে। তবে আবার মেরামতির কাজ শুরু হয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *