উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সাতসকালে ভূমিকম্প অনুভূত হল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী একাধিক এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। কলকাতা, হলদিয়া, কাঁথি, দিঘার পাশাপাশি কম্পন টের পাওয়া গিয়েছে বাংলাদেশ ও ওডিশাতেও।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সাতসকালে ভূমকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। কলকাতা অবস্থানগত দিক থেকে ‘সিসমিক জোন ৪’-এর মধ্যে পড়ে। প্রসঙ্গত, গত সপ্তাহেই দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৪।