Durgapur | কারখানার ক্রেনের তার ছিঁড়ে মৃত্যু কর্মরত ১ কর্মীর, আহত দুই

Durgapur | কারখানার ক্রেনের তার ছিঁড়ে মৃত্যু কর্মরত ১ কর্মীর, আহত দুই

ভিডিও/VIDEO
Spread the love


রাজা বন্দোপাধ্যায়, দুর্গাপুর: বেসরকারি কারখানায় কর্মরত অবস্থায় ক্রেনের তার ছিঁড়ে মৃত্যু হল এক কর্মীর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসা থানার বাঁশকোপা এলাকায়। মৃতের নাম সনিস কুমার যাদব (২৮), বাড়ি দুর্গাপুরের সগড়ভাঙায়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই কর্মী। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে দুর্গাপুরের দু’টি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন সহকর্মীরা।

এই ঘটনার পরে সোমবার সকাল থেকে কারখানার গেটে সুরক্ষা ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান কারখানার কর্মীরা। যা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, কারখানায় কাজ করার জন্য কর্মীদের ন্যূনতম যে সব সুরক্ষার ব্যবস্থা থাকা দরকার তার কোনও কিছুই নেই। এমনকি তাদেরকে কোনও রকম পরিচয়পত্রও দেওয়া হয়নি।

জানা গিয়েছে, রবিবার রাতে কাঁকসার বাঁশকোপায় এই বেসরকারি ইস্পাত কারখানায় কাজ করার সময় হঠাৎই ক্রেনের তার ছিঁড়ে যায়। যার ফলে উপর থেকে লোহার সরঞ্জাম ও লোহার তার নিচে কর্মরত কর্মীদের উপর এসে পড়ে। ঘটনাস্থলেই মারা যান সনিস কুমার যাদব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনা প্রসঙ্গে কারখানার তরফে জানানো হয়েছে যে, ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। কারখানা কতৃপক্ষ কর্মীদের দাবি পূরণ করার আশ্বাস দিয়েছেন বলেও খবর রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *