উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : যে সমস্ত পুজো কমিটি খরচের হিসেব (ইউটিলাইজেশন সার্টিফিকেট) দেয়নি, তারা অনুদান পাবে না। বুধবার স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের বেঞ্চ নির্দেশ দিয়েছে, খরচের হিসেব দিলে তবেই মিলবে অনুদান।
দুর্গাপুজো কমিটিকে অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সরকারি অর্থের অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মামলাকারী। কীভাবে টাকা খরচ হচ্ছে, তার হিসেব নেই বলে তাঁর অভিযোগ। কমিটিগুলি খরচের হিসেব দিয়েছে কি না, সে বিষয়ে তথ্য তলব করেছিল আদালত। জানতে চেয়েছিল, কত পুজো কমিটিকে অনুদান দেওয়া হয় এবং কত কমিটি খরচের হিসেব দেয়নি। আগের শুনানিতে রাজ্যকে হলফনামা দিয়ে এই সংক্রান্ত তথ্য জানানোর নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ।
বুধবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত আদালতে রিপোর্ট দিয়ে জানান, অনুদানের ওই অর্থ পুলিশ মারফত পুজো কমিটিগুলির কাছে পৌঁছায়। ৪১,৭৯৯টি ক্লাবের মধ্যে তিনটি ক্লাব খরচের হিসেব দেয়নি। ওই তিনটি ক্লাবই শিলিগুড়ির।
এদিন বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, যে কমিটিগুলি টাকা খরচের হিসেব দিয়েছে, তারাই টাকা পাবে। যারা ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ দিতে পারেনি বা দেয়নি তাদের টাকা দেওয়া যাবে না।
২০১৯ সালে দুর্গাপুজো কমিটিগুলোকে ২৫,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য। ২০২০-তে তা বাড়িয়ে ৫০ হাজার করা হয়। এবার অনুদান ১ লক্ষ ১০ হাজার টাকা।