পতিরাম: দুর্গাপুজো মানেই সাধারণত মা দুর্গার সঙ্গে থাকেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। কিন্তু দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের সেওয়াই গ্রাম যেন ভিন্ন এক ধারা বহন করে আসছে অর্ধশতকেরও বেশি সময় ধরে। সেখানকার সেওয়াই সার্বজনীন মিলন মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত দুর্গাপুজোয় লক্ষ্মী-সরস্বতী-কার্তিক-গণেশের পরিবর্তে পূজিত হন রাম, লক্ষ্মণ, হনুমান ও রাবণের ভাই বিভীষণ।
স্থানীয়রা জানান, এই পূজার আয়োজন মূলত রামচন্দ্রের আদি শক্তিপূজার আদলে। বিশ্বাস করা হয়, রাবণের বিরুদ্ধে যুদ্ধ জয়ের আগে রামচন্দ্র শক্তিপুজো করেছিলেন। সেই ঐতিহ্যকেই কেন্দ্র করে সেওয়াই গ্রামে দুর্গাপুজো হয়ে আসছে বিগত ৫৫ বছর ধরে। ফলে এখানে দুর্গাপুজো যেমন ধর্মীয় আচার, তেমনই ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত এক সাংস্কৃতিক উৎসব। পুজোর কিছুতেই গ্রামের মানুষরা যুক্ত থাকেন। ফলে দুর্গাপুজো কেবল পুজো নয়, মিলনোৎসবে পরিণত হয় বলে জানিয়েছেন পুজোর সম্পাদক রণজিত চৌধুরী।