শুভদীপ শর্মা, লাটাগুড়ি: পুজোয় এবার যাঁরা গরুমারায় বেড়াতে আসার পরিকল্পনা করছেন, সেই পর্যটকদের জন্য এবছর বাড়তি আকর্ষণ হতে চলেছে লাটাগুড়ির পোস্ট অফিসপাড়া প্রান্তিক সংঘের দুর্গাপুজো (Durga Puja 2025)। ক্রান্তি ব্লকের অন্যতম সেরা পুজো হিসেবে পরিচিত এই দুর্গোৎসব এবার ৭৮তম বছরে পদার্পণ করল। প্রতিবছর অভিনব থিমের জন্য চর্চায় থাকে ওই পুজো কমিটি। এবছর তারা দর্শনার্থীদের উপহার দিতে চলেছে উত্তরাখণ্ডের কেদারনাথধামের আদলে তৈরি পুজোমণ্ডপ। প্রায় ৪০ ফুট উঁচু ও ৩৫ ফুট চওড়া মণ্ডপটি শিল্পী কমল রায়ের নকশায় সেজে উঠছে। সুউচ্চ কাঠামো, অভিনব নকশা ও ঝলমলে আলোকসজ্জায় দর্শনার্থীরা হিমালয়ের কোলের আধ্যাত্মিক আবহ অনুভব করতে পারবেন। উদ্যোক্তাদের দাবি, দেবীর অপরূপ মূর্তি ও মণ্ডপের জাঁকজমক পর্যটকদের কাছেও এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।
এই পুজো কমিটির যুগ্ম সম্পাদক অমিত ঘোষ ও চিন্ময় রায়। অমিত জানালেন, ষষ্ঠীর দিন থেকেই পুজোর আকর্ষণ শুরু হয়ে যাবে। ৩১টি ঢাকের বাজনার সঙ্গে ও কুলোয় প্রদীপ জ্বালিয়ে মহিলারা লালপাড় শাড়ি পরে শোভাযাত্রা করে দেবীকে ক্রান্তি মোড় থেকে মণ্ডপে নিয়ে আসবেন। শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হবে চারদিক।
তবে এই পুজোর আয়োজনের জাঁকজমক কেবল মণ্ডপেই থেমে থাকবে না। অষ্টমী ও নবমী দুইদিনে দরিদ্রনারায়ণ সেবা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। জয়দীপ রায়, শান্তনু কর ও সুদীপ দত্তরা পুজো কমিটির সদস্য। জয়দীপের কথায়, ‘আমরা মায়ের আশীর্বাদ ও পুজোর আনন্দ সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে চাই।’ এছাড়া বিসর্জনের দিনও বিশেষ আকর্ষণ রয়েছে বলে দাবি উদ্যোক্তাদের। ফলে পর্যটকদের উপস্থিতি, অভিনব থিম, সামাজিক কর্মসূচি সবমিলিয়ে প্রান্তিক সংঘের ৭৮তম দুর্গোৎসব এবছরও লাটাগুড়ি ও গোটা ডুয়ার্সের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে বলে দাবি উদ্যোক্তাদের।