সপ্তর্ষি সরকার, ধূপগুড়ি: ভৌগোলিক নিয়মে আফ্রিকা মহাদেশের অংশ। তবু ভারত মহাসাগরের বুকে জেগে থাকা দ্বীপরাষ্ট্র মরিশাসের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক যতটা মজবুত, ততটাই পুরোনো। বিহার এবং এদেশের অনেক রাজ্যের সঙ্গে সেই দেশের মানুষের নাড়ির টান। সেই টানেই এবার ধূপগুড়ির দক্ষিণায়ন ক্লাবের পুজোয় থাকছে মরিশাসের ছোঁয়া (Durga Puja 2025)।
এই বছর ক্লাবের ৫৭তম দুর্গাপুজোর আকর্ষণের কেন্দ্রে রয়েছে মরিশাসের হোয়াইট প্যালেসের আদলের সেজে ওঠা মণ্ডপ। রথযাত্রার দিন থেকে শিল্পী বিশ্বজিৎ সাহার তত্ত্বাবধানে চলেছে প্রস্তুতি। নির্মাণশিল্পীদের একাংশ যখন ব্যস্ত ক্লাব ময়দানে ৯০ ফুট উঁচু এবং ৮০ ফুট চওড়া মণ্ডপ নির্মাণে তখন ক্লাবের অন্দরে গত ২ মাস ধরে চলছে মণ্ডপসজ্জার কাজের পরিকল্পনা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দক্ষ শিল্পীরা লোকচক্ষুর আড়ালে বাঁশ, কাগজ এবং ডালপালা দিয়ে হোয়াইট প্যালেসকে জীবন্ত করে তোলার কাজ করছেন। মণ্ডপ ভাবনা সম্পর্কে বিশ্বজিৎ বলেন, ১ বছর আগে ক্লাবকর্তারা মণ্ডপসজ্জা চূড়ান্ত করেন। এরপর মডেল বানিয়ে প্রস্তুতি শুরু করি আমরা। মণ্ডপ সাদা রঙের হওয়ায় কারুকাজ ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জের বিষয়। পরিশ্রমে সকলের মনে দাগ কাটার মতো কাজ হতে চলেছে এবারে।
মণ্ডপের বাইরে এবং ভেতরের ফিনিশিংয়ের কাজ চলছে। দুধসাদা মণ্ডপের শোভা বাড়াতে বনেদি সাজের বিশাল দেবীপ্রতিমা গড়ছেন উত্তরের স্বনামধন্য মৃৎশিল্পী দয়াল পাল। সেই কাজও শেষ হওয়ার পথে। পুজোর অনেক আগেই প্রতিমা মণ্ডপে চলে আসবে। আভিজাত্যের সঙ্গে মানানসই সাজে এবারে দেবীমূর্তি থাকবে দক্ষিণায়নে। পুজোর দিনগুলিতে আনন্দমেলার আয়োজন চলছে। তৃতীয়ায় খুলে দেওয়া হবে আয়োজন। তার আগে দিনরাত কাজ চলছে দক্ষিণায়নে।
আটখানি সুসজ্জিত গেট, একাধিক তোরণে সেজে উঠছে মণ্ডপ সংলগ্ন বিডিও রোডের বিশাল অংশ। পুজোর সন্ধ্যায় হবে অনুষ্ঠান।
ক্লাবের পুজো কমিটির সম্পাদক সুবোধ দাস বলেন, ‘ধূপগুড়ি এবং জেলায় দক্ষিণায়ন ক্লাবের যে সুনাম রয়েছে তা বজায় রাখতে সারাবছর ভাবনায় থাকেন সদস্যরা। বছরভর পরিশ্রমের মাধ্যমে যে আয়োজন তা সকলকে আনন্দ দেবে বলে আমাদের বিশ্বাস।’