সামসী: মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে পুজোর সূচনা। টানা কয়েকদিনের আনন্দ উৎসবের পর বিদায়ের সুর বাজল দশমীর দিনে। মালদার চাঁচলের কলিগ্রামে রায়চৌধুরী পরিবারের বাড়িতে আজ বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়েছিল মায়ের প্রতিমার আরাধনা ও দশমীর বিশেষ পুজো।
প্রথা মেনে পুজো শেষ হতেই শুরু হয় সিঁদুর খেলা। সিঁদুর খেলায় মেতে উঠলেন পরিবারের বধূরা। বাড়ির মেয়ে থেকে বাড়ির বউ, একে অন্য কে সিঁদুরের রঙে রাঙিয়ে দিলেন। হাসি-আনন্দের মাঝেই মায়ের যাওয়ার কথা মনে পড়লে ভারাক্রান্ত হৃদয় কেঁদে উঠলেন বাড়ির সদস্যরা।
অনেকের চোখেই জল। বছরের এই বিশেষ দিনগুলিতে যেমন আনন্দ, তেমনই বেদনার ছোঁয়া স্পষ্ট হল বাড়ির আঙিনায়। মহালয়ার পরের দিন প্রতিপদ থেকেই শুরু হয়ে যায় চাঁচলের কলিগ্রামের রায় চৌধুরী পরিবারের দুর্গাপুজো। দুর্গাপুজোয় জড়িয়ে নবাব আলিবর্দি খাঁ-র নাম। রায়চৌধুরীদের দুর্গা প্রতিমায় সিংহ সাদা। কার্তিকের পাশে স্থান পান কলাবউ। তিনশো বছরের প্রাচীন পুজোর ঐতিহ্য আজও অটুট।