DURGA | দুর্গাকে অশ্লীল কটাক্ষ, গ্রেপ্তার লোকশিল্পী

DURGA | দুর্গাকে অশ্লীল কটাক্ষ, গ্রেপ্তার লোকশিল্পী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


লখনউ: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মির্জাপুর জেলায় বিতর্কিত গানের জেরে গ্রেপ্তার (arrested) হলেন লোকগায়িকা (people singer) সরোজ সরগম ও তাঁর স্বামী রামমিলন বিন্দ। অভিযোগ, সরোজ তাঁর জনপ্রিয় ইউটিউব চ্যানেলে দেবী দুর্গাকে (DURGA) নিয়ে আপত্তিকর মন্তব্য সহ একটি গান পোস্ট করেছিলেন। ওই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৬০ হাজারের বেশি। চ্যানেলে ভিডিওটি ১৯ সেপ্টেম্বর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এরপরই বিশ্ব হিন্দু পরিষদের (VHP) নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এরপর অভিযুক্ত লোকসংগীত শিল্পী দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মাধিয়ান থানার এসআই সন্তোষ কুমার রাই। তদন্তে প্রাথমিক প্রমাণ মেলায় মঙ্গলবারই পুলিশ গ্রেপ্তার করে সরোজ ও তাঁর স্বামীকে। পুলিশের দাবি, ভিডিওর প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন স্বামী রামমিলন। এর আগেও হিন্দু দেবদেবী এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কুম্ভ মেলা নিয়ে গান রচনা করে বিতর্কে জড়িয়েছেন শিল্পী দম্পতি।

এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ধর্মীয় নেতারা। জুনা আখড়ার সাধু ও বদ্রীনাথ মন্দিরের মহন্ত যোগানন্দ গিরি সতর্ক করে বলেন, গ্রেপ্তার না হলে সাধুরা রাস্তায় নামতেন।

বুধবার এসএসপি সোমেন বর্মা জানান, সরগম দম্পতি বেআইনিভাবে ১৫ বিঘা বনভূমি দখল করেছিলেন, যা সম্প্রতি পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে। এই নিয়েও আইনি পদক্ষেপ শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *