শিলিগুড়ি: বন্ধুদের সঙ্গে পাহাড়ে বেড়াতে এসে মর্মান্তিক মৃত্যু হল হাওড়ার (Howrah) তরুণের। জানা গিয়েছে, মৃত তরুণের নাম সপ্তনীল চট্টোপাধ্যায় (২৩)। হোমস্টের ব্যালকনি (Homestay balcony) থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে কার্সিয়াংয়ের ডাউহিল এলাকায় (Dowhill)।
পুলিশ সূত্রে খবর, তিন দিন আগে পাঁচ বন্ধুর সঙ্গে কার্সিয়াংয়ে বেড়াতে এসেছিলেন সপ্তনীল। সোমবারই বাড়ি ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু এদিন ভোরে আচমকা ওপর থেকে কিছু পড়ার আওয়াজ পান স্থানীয়রা। এরপর বাইরে আসতেই দেখা যায় ব্যালকনি থেকে নীচে পড়ে গিয়েছেন সপ্তনীল। এরপরই তড়িঘড়ি করে রক্তাক্ত অবস্থায় তাঁকে কার্সিয়াং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সপ্তনীলের দেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
তবে হাওড়ার ওই তরুণ অসাবধানতাবশত ব্যালকনি থেকে পড়ে গিয়েছিলেন নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে রহস্য দানা বাঁধছে। ওই ঘটনার সময় তাঁর বন্ধুরা কোথায় ছিলেন তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার বিস্তারিত তদন্ত ইতিমধ্যেই শুরু করা হয়েছে।