Donald Trump Tariff Row | নিশানায় ব্রাজিল! ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, পালটা পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসিডেন্ট লুলার

Donald Trump Tariff Row | নিশানায় ব্রাজিল! ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, পালটা পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসিডেন্ট লুলার

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার ব্রাজিলের (Brazil) উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump Tariff Row)। ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জইর বোলসেনারোর (Jair Bolsonaro) প্রতি সমর্থন জানিয়েই বুধবার এই শুল্ক চাপিয়েছেন তিনি। ট্রাম্পের এই ঘোষণার পর থেকেই ব্রাজিল এবং আমেরিকার মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে। যদিও প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা (Luiz Inacio Lula da Silva)।

ট্রাম্প জানিয়েছেন, ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের উপর আগামী ১ অগাস্ট থেকে ৫০ শতাংশ শুল্ক চাপানো হবে। এনিয়ে ব্রাজিলে পাঠানো একটি চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, সে দেশের স্বাধীন নির্বাচনের উপর বারবার আক্রমণ করা হচ্ছে। এমনকি ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বোলসেনারোর প্রতি আচরণকে ঠিক নয় বলেও অভিহিত করেছেন ট্রাম্প। চিঠিতে তিনি লেখেন, ‘বোলসেনারোর প্রতি যে আচরণ করা হচ্ছে, তা ঠিক নয়। এই বিচারপ্রক্রিয়া চলতে পারে না। এটা এখনই বন্ধ হওয়া উচিত।’ তিনি আরও জানিয়েছেন যে, ব্রাজিলের বাণিজ্য নিয়ে তদন্ত করবে ওয়াশিংটন।

মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির পরই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘যে কোনও একতরফা শুল্ক বৃদ্ধি করা হলে ব্রাজিলের অর্থনৈতিক আইনের মাধ্যমেই মোকাবিলা করা হবে।’ স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসেবে অন্য কারও নির্দেশ বা অভিভাবকত্ব মানবে না ব্রাজিল বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০২২ সালে ব্রাজিলের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বামপন্থী নেতা লুলার কাছে পরাজিত হন অতি দক্ষিণপন্থী বোলসেনারো। এরপর তিনি নির্বাচনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এমনকি ব্রাজিলের সংসদ ভবন আক্রমণের চেষ্টাও চালানো হয়। হেরে যাওয়ার পরেও ক্ষমতা ধরে রাখতে ষড়যন্ত্র বলসোনারো, এই অভিযোগেই মামলা হয়। যা এখনও চলছে। তবে ট্রাম্পের সঙ্গে বোলসেনারোর সম্পর্ক ভালো। এর আগেও বোলসেনারোর বিরুদ্ধে চলা বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। যদিও বিচারপ্রক্রিয়ার বিষয়টি দেখছে ব্রাজিলের বিচারবিভাগ। তাই এবিষয়ে কোনও ধরনের রাজনৈতিক চক্রান্তের অভিযোগ অস্বীকার করেছেন লুলা।

এদিকে, ব্রাজিল ছাড়াও আলজেরিয়া, ব্রুনাই, ইরাক, লিবিয়া, মলদোভা, ফিলিপাইন এবং শ্রীলঙ্কায় পণ্যের উপরও শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন ট্রাম্প। আলজেরিয়া, ইরাক, লিবিয়া এবং শ্রীলঙ্কার উপর ৩০ শতাংশ, ব্রুনাই এবং মলদোভার উপর ২৫ শতাংশ এবং ফিলিপাইনের উপর ২০ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *