উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ফের একবার ভারত-পাকিস্তান সহ ৭ টি যুদ্ধ থামানোর দাবি করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে (UNGA) তিনি বলেছেন, ‘মাত্র সাত মাসের মধ্যে আমি সাতটি অন্তহীন যুদ্ধের অবসান ঘটিয়েছি।’ তিনি যে যুদ্ধের অবসান ঘটানোর কথা বলেছেন, তার মধ্যে রয়েছে ইজরায়েল ও ইরান, ভারত ও পাকিস্তান, রুয়ান্ডা ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, থাইল্যান্ড ও কম্বোডিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান, মিশর ও ইথিওপিয়া এবং সার্বিয়া ও কসোভো।
জাতিসংঘের ৮০তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘কোনও যুদ্ধ ৩১ বছর ধরে চলেছিল, কোনওটি ৩৬ বছর ধরে। আমি ৭টি যুদ্ধ শেষ করেছি ,এবং সব ক্ষেত্রেই হাজার হাজার মানুষ নিহত হচ্ছিলেন, সাথে সাথে ক্ষোভের সৃষ্টি হচ্ছিল।’ ট্রাম্পের আরও দাবি, ‘অন্য কোনও রাষ্ট্রপতি বা নেতা এর কাছাকাছি কিছু করেননি।’ যদিও তিনি জাতিসঙ্ঘের সমালোচনা করে বলেন, ‘এরা যুদ্ধ সমাধানে সহায়তা করার চেষ্টাও করেনি।’ জাতিসঙ্ঘ তাঁর সম্ভাবনার কাছাকাছিও পৌঁছাতে পারছে না বলে অভিযোগ করেন ট্রাম্প। বলেন, ‘খালি কথা কথা যুদ্ধের সমাধান করে না।’
উল্লেখ্য, গত ১০ মে, ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করার পর ভারত ও পাকিস্তান যুদ্ধ বিরতিতে সন্মত হয়। যদিও এর পেছনে মার্কিন রাষ্ট্রপতির কোনও ভূমিকা ছিল না বলে দাবি করেছে ভারত। তারা জানায়, ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে আলোচনার পর যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশক দারও তেমনই ইঙ্গিত দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে স্পষ্ট করে বলেছেন যে, ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর শুরু ‘অপারেশন সিঁদুর’ বন্ধ করতে কোনও দেশের কোনও নেতা ভারতকে বলেননি। যদিও ভারত-পাকিস্তানের যুদ্ধ মেটানোর দাবি ১০ মে’র পর থেকে বহুবার করে এসেছেন ট্রাম্প। ফের একবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার মঞ্চকে ব্যবহার করে এই দাবি তুলে ধরলেন মার্কিন রাষ্ট্রপতি।