উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি (India-Pak Battle) নিয়ে আবারও একই কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে (Donald Trump)। ট্রাম্পের দাবি, পহেলগাঁও হামলার পর দুই দেশের মধ্যে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছিল। কিন্তু বাণিজ্যের কথা বলে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি সম্ভব করেছেন তিনি। নাহলে এক সপ্তাহের মধ্যেই ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ (Nuclear battle) শুরু হত বলে দাবি ট্রাম্পের।
সোমবার ন্যাটোর (NATO) মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই বিভিন্ন দেশের মধ্যে সংঘর্ষ থামাতে আমেরিকার ভূমিকা ও সাফল্য প্রসঙ্গে কথা বলছিলেন তিনি। তখন ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধ থামাতে খুবই সফল হয়েছি। যেমন ভারত এবং পাকিস্তান। যেভাবে সংঘর্ষ চলছিল তাতে আরও এক সপ্তাহের মধ্যেই দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেত। খুব খারাপ পরিস্থিতি ছিল।’ এরপরই ট্রাম্পের দাবি, তিনি বাণিজ্য আলোচনাকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তাঁর কথায়, ‘আমরা বাণিজ্যের মাধ্যমে এই সংঘর্ষ থামিয়েছি। আমি বলেছিলাম, আপনার এটি না থামাকে আমরা আপনাদের সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলব না। এরপর দুই দেশই আমাদের কথা মেনে নেয়।’
যদিও এই প্রথম নয়। ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতির দিন থেকে একই দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ভারতের তরফেও ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে বারবার। বাণিজ্যের প্রসঙ্গ টেনে সংঘর্ষবিরতি সম্ভব করানোর দাবিও উড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৩৫ মিনিটের ফোনালাপে এই বিষয়টি স্পষ্ট জানিয়েছিলেন ট্রাম্পকে। ‘অপারেশন সিঁদুর’ বা তার পরবর্তী সংঘর্ষের সময়ে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই দাবি নয়াদিল্লির। কিন্তু তাতেও যেন নিজের দাবি থেকে অনড় ট্রাম্প।