উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাজায় শান্তি স্থাপণ নিয়ে আমেরিকার পেশ করা প্রস্তাব মেনে নিতে হামাসকে চূড়ান্ত সময়সীমা দিয়ে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। রবিবার সন্ধে ৬ টার মধ্যে এই প্রস্তাব মেনে না নিলে নারকীয় পরিস্থিতি ভোগ করতে হবে। এমনটাই জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি।
২ বছর ধরে চলে আসা ইজরায়েল-হামাস যুদ্ধ থামাতে দুই তরফের উপরই চাপ সৃষ্টি করে চলেছেন ট্রাম্প। আমেরিকার পেশ করা প্রস্তাব মেনে নিয়ে ইতিমধ্যেই বার্তা দিয়েছেন ইজরায়েলের রাষ্ট্রপতি বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু হামাসের তরফে কোনও জবাব দেওয়া হয়নি। তাই এদিন হামাসকে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি। তিনি জানান, হামাসকে একটা শেষ সুযোগ দেওয়া হয়েছে। হামাস তা মেনে নিয়ে ইজরায়েলি পণবন্দিদের মুক্ত করে দিয়ে শত্রুতা শেষ করুক। গাজায় একভাবে না হোক অন্যভাবে হলেও শান্তি আসবে বলে জানিয়েছেন তিনি।
বিস্তারিত আসছে..