Donald Trump | ‘ভারতে তৈরি আইফোনে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক’, অ্যাপলকে চাপ ট্রাম্পের

Donald Trump | ‘ভারতে তৈরি আইফোনে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক’, অ্যাপলকে চাপ ট্রাম্পের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প (Donal Trump) ভারতে অ্যাপলের জিনিস তৈরি না করার পরামর্শ দিয়েছিলেন সংস্থার সিইও (CEO) টিম কুককে। মার্কিন রাষ্ট্রপতির সেই পরামর্শ খুব একটা কানে তোলেননি কুক। এবার ঘুরিয়ে অ্যাপলের উপর চাপ সৃষ্টি করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, একমাত্র আমেরিকায় তৈরি করা আইফোনই আমেরিকায় বিক্রি করতে হবে। ভারত বা অন্য কোথাও আইফোন তৈরি করে আমেরিকার বাজারে তা বিক্রি করলে অন্তত ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।  শুক্রবার সমাজমাধ্যমে ট্রাম্প জানান, তিনি অ্যাপ্‌লের কর্ণধার টিম কুককে আগেই জানিয়ে দিয়েছিলেন যে, যদি তিনি আমেরিকায় আইফোন বিক্রি করতে চান, তা হলে সেই আইফোন আমেরিকাতেই তৈরি করতে হবে।

সাধারণভাবে আমেরিকার সংস্থা হলেও ‘অ্যাপল’ তাদের বেশিরভাগ পণ্যই আমেরিকার বাইরের কোনও দেশে তৈরি করে। সূত্রের খবর, অ্যাপলের ৮০ শতাংশের বেশি সামগ্রী চিনে তৈরি হয়। অ্যাপলের কমপিউটারের অর্ধেক বানানো হয় চিনে, আইপ্যাডের ৮০ শতাংশ তৈরি হয় চিনে। আইফোনের ২০ শতাংশ উৎপাদন হয় ভারতে। ভারতে তৈরি হওয়া আইফোনের বেশিরভাগই আমেরিকার বাজারে বিক্রি হয়। ভারত ও চিন দুই দেশের বাজারই অ্যাপলের জন্য লাভজনক। ভারতে আইফোন তৈরির খরচ অনেক কম। যার জন্য অ্যাপল ধীরে ধীরে ভারতে তাদের ব্যবসা বাড়াচ্ছে। বর্তমানে ভারতে ৩টি সংস্থা অ্যাপলের আইফোন উৎপাদন করছে। সম্প্রতি একটি ইয়ারপড তৈরির কারখানাও হতে চলেছে তেলেঙ্গানায়। এই পরিস্থিতিতে অ্যাপল আদৌ ভারতে তাদের ব্যবসা গুটিয়ে নিতে উৎসাহী নয়।  ট্রাম্প যখন ভারতে অ্যাপলের সামগ্রীর উৎপাদন বন্ধের কথা জানান, তারপই অ্যাপলের সদর দপ্তরে যোগাযোগ করেন ভারত সরকারের আধিকারিকরা। কিন্তু সেখান তেকে জানানো হয়েছে তাদের ভারতে বিনিয়োগ পরিকল্পনায় কোনও পরিবর্তন আসেনি। ফলে তাঁর পরামর্শে কাজ না হওয়ায় এবার অ্যাপলকে অন্য পথে ঘুরিয়ে চাপ দেওয়ার রাস্তায় হাঁটতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *