Donald Trump | ‘পুতিন আমার সঙ্গে ঝামেলা পাকাবেন না’, আলাস্কা বৈঠক নিয়ে আশাবাদী ট্রাম্প

Donald Trump | ‘পুতিন আমার সঙ্গে ঝামেলা পাকাবেন না’, আলাস্কা বৈঠক নিয়ে আশাবাদী ট্রাম্প

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইউক্রেন-রাশিয়া সংঘাতের আবহে আবহে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে, আগামী শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠক থেকে তিনি একটি “গঠনমূলক” আলোচনার প্রত্যাশা করছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

ট্রাম্প বলেন, “আমি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে যাচ্ছি। আমি তাঁকে বলতে যাচ্ছি যে আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে। তিনি আমার সঙ্গে ঝামেলা পাকাবেন না।” তিনি আরও বলেন, এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত গড়াতে পারতো।

পুতিনের সঙ্গে বৈঠকের পরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলবেন বলে জানান ট্রাম্প। তিনি বলেন, “আমি তাঁদের সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রেখেছি এবং জেলেনস্কির সঙ্গেও আমার ভালো সম্পর্ক আছে। কিন্তু আমি তাঁর করা কাজের সঙ্গে একমত নই। আমি খুব গুরুতরভাবে ভিন্নমত পোষণ করি।” ট্রাম্প ইউক্রেনের ভূমি ছেড়ে দেওয়ার বিষয়টি জেলেনস্কি কর্তৃক নাকচ করে দেওয়ায় অসন্তোষও প্রকাশ করেন।

তবে ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দেন যে, তিনি যুদ্ধবিরতি চান বটে, কিন্তু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কোনও চুক্তি হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র ইউক্রেনের। তিনি বলেন, “আমরা দেখতে পাবো শর্তগুলো কী এবং তারপর আমি প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলবো। আমি তাঁদের জানাব কী ধরনের চুক্তি হতে পারে। আমি নিজে কোনও চুক্তি করতে যাচ্ছি না। চুক্তি করার দায়িত্ব আমার নয়। আমি মনে করি, উভয়ের জন্যই একটি চুক্তি হওয়া উচিত।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *