Donald Trump | ট্রাম্পের নেকনজরে ৪১টি দেশ! আরোপ হতে পারে আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা  

Donald Trump | ট্রাম্পের নেকনজরে ৪১টি দেশ! আরোপ হতে পারে আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প সরকার। এমনই ৪১টি দেশের একটি তালিকা তৈরি করেছে বলে খবর। তালিকায় ভারতের নাম না থাকলেও রয়েছে প্রতিবেশী চারটি দেশ। তবে তবে তালিকার সব দেশের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছেন না ট্রাম্প। কোথাও আংশিক, কোথাও শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে। যদিও এখনও তা চূড়ান্ত করেনি হোয়াইট হাউস। রাষ্ট্রের সার্বিক সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে খবর।

আমেরিকা ভ্রমণে সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে, এমন দেশের তালিকাটি প্রথম প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইম্‌স। প্রাথমিক ভাবে এই তালিকায় তিনটি ভাগে ভাগ করে ৪১টি দেশের নাম রাখা হয়েছে। প্রথম ভাগে রয়েছে মোট ১০টি দেশ। এই দেশগুলির উপর আমেরিকা ভ্রমণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তালিকার এই প্রথম ভাগে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা এবং উত্তর কোরিয়ার মতো দেশ। এই দেশগুলির নাগরিকদের ভিসা দেবে না আমেরিকা।

তালিকার দ্বিতীয় ভাগে রাখা হয়েছে পাঁচটি দেশের নাম। ট্রাম্প এই তালিকায় রেখেছেন হাইতি, লাওস, দক্ষিণ সুদান, মায়ানমার এবং এরিট্রিয়াকে। এই দেশগুলির উপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন। তৃতীয় তালিকায় রয়েছে আরও ২৬টি দেশ। এই দেশগুলির উপরে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এই তৃতীয় ভাগে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও ভুটানের মতো নাম। এই সংখ্যাটা সম্ভাব্য। বাড়তে বা কমতেও পারে।

হোয়াইট হাউজ সূত্রের খবর, এই তালিকা এখনও চূড়ান্ত নয়। প্রশাসনের উপরমহলের অনুমোদনও পায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *