উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত বৃহস্পতিবার আমেরিকায় হোয়াইট হাউজের অদুরে বিমানের সঙ্গে মার্কিন সেনার হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারান ৬৭ জন। আর এই ভয়াবহ দুর্ঘটনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প(Donald Trump) দায়ি করছেন বারাক ওবামা এবং জো বাইডেনের নীতিকে। কিন্তু কোন যুক্তিতে পূর্বসুরিদের দিকে অভিযোগের আঙুল তুলছেন ট্রাম্প? এই প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্য, “কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা হল সেটা এখনও জানা যায়নি। তবে ওবামার আমলে যেভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মীদের নিয়োগ করা হত, তাতে সার্বিকভাবে বিমান নিরাপত্তার মান কমেছে।”
ট্রাম্পের যুক্তি, এই কাজে সাধারণ মানুষ নয়,দরকার জিনিয়াসদের। এর মধ্যে দিয়ে মূলত অশ্বেতাঙ্গদের নিয়োগকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। শুধু তাই নয়, দুর্ঘটনার পর সাংবাদিকরা যখন তাঁকে প্রশ্ন করে যে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাবেন কিনা, এর উত্তরে ট্রাম্প বলেন, “আমি কি সাঁতার কেটে যাব নাকি?”
আর ট্রাম্পের কথার সুরেই সুর মিলিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এয়ার ট্রাফিক কন্ট্রোলে শ্বেতাঙ্গদের নিয়োগকেই পরোক্ষে এই দুর্ঘটনার জন্য দায়ি করছেন তিনিও। তবে নিম্নমানের কর্মীদের নিয়োগই কি এই দুর্ঘটনার মূল কারণ? এই প্রশ্নের উত্তর কিন্তু সরাসরি দেননি ট্রাম্প। এই প্রশ্নে তাঁর উত্তর, “এমনটা হতেও তো পারে!”