Dino Morea | পলি নিষ্কাশন কেলেঙ্কারিতে নাম ডিনো মোরিয়ার! অভিনেতাকে জিজ্ঞাসাবাদ মুম্বই পুলিশের

Dino Morea | পলি নিষ্কাশন কেলেঙ্কারিতে নাম ডিনো মোরিয়ার! অভিনেতাকে জিজ্ঞাসাবাদ মুম্বই পুলিশের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মিঠি নদীর পলি নিষ্কাশন কেলেঙ্কারিতে (Mithi river cleansing rip-off) নাম জড়াল অভিনেতা ডিনো মোরিয়ার (Dino Morea)। সোমবার এনিয়ে জিজ্ঞাসাবাদের (Questioned) জন্য ডিনোকে তলব (Summoned) করেছিল মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (Mumbai Police)। অভিযোগ, প্রায় ৬৫ কোটি টাকার আর্থিক জালিয়াতি হয়েছে সংশ্লিষ্ট মামলায়।

জানা গিয়েছে, বন্যা প্রতিরোধে মিঠি নদীর পলি পরিষ্কারের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছিল মুম্বই প্রশাসন। আর সেখানেই বড় অঙ্কের টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই তদন্তের জন্য সিট গঠন করেছে মুম্বই পুলিশ। এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, ঠিকাদাররা ভুয়ো বিল পেশ করে টাকা নয়ছয় করেছে। এমনকি প্রায় ৩ কোটি টাকার যন্ত্রপাতিও অতিরিক্ত দরে ভাড়া করা হয়েছিল বলে জানা গিয়েছে।

এই কেলেঙ্কারির তদন্তের স্বার্থেই এদিন ডাকা হয়েছিল ডিনোকে। সূত্রের খবর, এই কেলেঙ্কারির মূল অভিযুক্ত কেতন মেহেতার সঙ্গে ফোনে একাধিকবার কথা হয়েছে ডিনো ও তাঁর ভাই স্যান্টিনো মোরিয়ার। তা তদন্তকারীদের নজরে আসতেই এদিন তলব করা হয়েছিল ডিনোকে। কী নিয়ে কথা হয়েছিল তাঁদের মধ্যেই, সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্যই ডিনোকে তলব করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। এদিকে, এই কেলেঙ্কারির ফলে চলতি বছরের বর্ষায় ভুগতে চলেছে মুম্বইবাসী। ইতিমধ্যেই সোমবারের বৃষ্টিতে জলমগ্ন হয়েছে পড়েছে সেখানকার একাধিক এলাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *