উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গতকাল মধ্যরাতে ২৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ। ধৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ৮ জন মহিলা এবং ৯ জন শিশু রয়েছে। দিনহাটা ষ্টেশন সংলগ্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, এরা দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিভিন্ন ইটভাটায় কাজ করত। কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের সন্ধানে সেইসব জায়গায় পুলিশি অভিযান শুরু হওয়ায় এরা নিজ দেশে ফিরে যাওয়ার চেষ্টায় ছিল। শেষমেশ বিহারের গয়ায় একটি ইটভাটায় কাজ করা শুরু করেছিল এই অবৈধ অনুপ্রবেশকারীরা। কিন্তু সেখানেও পুলিশি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় কোচবিহার সংলগ্ন কাঁটাতারহীন সীমান্ত এলাকা দিয়ে তাঁরা নিজের দেশে অর্থাৎ বাংলাদেশে ফিরে যেতে তৎপর হয়ে ওঠে। সেই চেষ্টা চালানোকালীন এদিন দিনহাটা ষ্টেশন সংলগ্ন এলাকা থেকে এই ২৮ জনকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ। আজকেই তাঁদের দিনহাটা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।