Dinhata | জনবহুল এলাকায় রমরমিয়ে তৈরি হচ্ছে জাল আধার কার্ড! ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ১

Dinhata | জনবহুল এলাকায় রমরমিয়ে তৈরি হচ্ছে জাল আধার কার্ড! ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ১

ব্লগ/BLOG
Spread the love


দিনহাটা: অবৈধভাবে আধারকার্ড (Adhar Card) তৈরির অভিযোগ! মঙ্গলবার রাতে দিনহাটা-১ ব্লকের শুকারুকুঠি এলাকায় এক কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে হামিদুল আলি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নয়ারহাট ফাঁড়ির পুলিশ (Nayarhat Police)।

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে শুকারুকুঠি এলাকায় অভিযান চালায় পুলিশ। জানা গিয়েছে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, একটি আই স্ক্যানার, একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি ওয়েবক্যাম, একটি পাওয়ার অ্যাডাপ্টার, একটি ওয়্যার্ড মাউস এবং একটি ইউএসবি হাব। নয়ারহাট ফাড়ি সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন থেকেই তাদের কাছে খবর ছিল বেশ কয়েকজন ব্যক্তি শুকারুকুঠি বাজার এলাকায় অবৈধভাবে আধার কার্ড তৈরির কাজ করছে। এরপর সেখানে অভিযান চালালে এই কাণ্ডে জড়িতদের মধ্যে কয়েকজন পালিয়ে গেলেও হামিদুল আলিকে পুলিশ গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে। ধৃতকে এদিন দিনহাটা মহকুমা আদালতে (Dinhata Courtroom) তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। আগামী ২৬ মে ধৃতকে ফের আদালতে পেশ করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *