উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য বিজেপি সভাপতি পদে কে বসবেন? তা নিয়ে জল্পনা গোটা রাজ্যে। এমাবস্থায় বোমা ফাটালেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, ‘রাজ্য বিজেপি সভাপতি পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (CM Mamata Banerjee) মতো মানুষকে দরকার।’ কেন? প্রাক্তন সাংসদ জবাব দিলেন মনখুলে।
কেন সভাপতি পদে মমতার মতো মানুষকে দিলীপের পচ্ছন্দ? তার ব্যাখ্যা দিলেন বিজেপি নেতা। তাঁর কথায়, ‘বাংলায় বিজেপির (BJP) যে অবস্থা, তা থেকে বের হতে এবং বাংলায় পালাবদল ঘটাতে এমন একজনকে প্রয়োজন যিনি মাটি কামড়ে সংগঠনটা করতে পারেন। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ।’
এরপর তিনি আরও বলেন ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandyopadhya) দেখুন। তিনি আন্দোলন করে সরকার বদলে দিয়েছেন। এত বছর মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তিনি মাঠে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিরোধী নেত্রীর মতো। শিক্ষা, ডিগ্রির ঝুলি নয়, মাঠ ময়দানে লড়াই করতে পারেন এমন কাউকে বেছে নেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কি শিক্ষবিদ? মানুষ কি তাঁকে বিদ্যান, সজ্জন বলে গ্রহণ করেছেন? এই কারণে ভোট দিয়েছেন? তিনি লড়াই করেন বলে মানুষ ভোট দিচ্ছে। তিনি লড়াই করে জায়গা তৈরি করেছেন।’