Dilip Burman | তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলতেই নিশানায় দিলীপ বর্মন, স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের

Dilip Burman | তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলতেই নিশানায় দিলীপ বর্মন, স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


শমিদীপ দত্ত, শিলিগুড়ি: শাসকদলের বিরুদ্ধে সরব হতেই তৃণমূলেরই মেয়র পারিষদ দিলীপ বর্মনের বিরুদ্ধে ‘অতিসক্রিয়’ পুলিশ! গত বোর্ড সভায় ডেপুটি মেয়র রঞ্জন সরকারের বিরুদ্ধে সরব হওয়ার পর দিলীপকে সভা থেকে বের করে দেওয়া হয়। পরদিন অর্থাৎ গত মাসের ৩১ তারিখ, দিলীপ বর্মনকে অপমান করার অভিযোগে রাজবংশী সমাজের কয়েকজন ব্যক্তি বাণেশ্বর মোড়ে পথ অবরোধ করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন খোদ দিলীপ বর্মন। সেই ঘটনায় সরাসরি দিলীপ বর্মনের নাম উল্লেখ করে পুলিশের কাজে বাধা দেওয়া, কোনওরকম অনুমতি ছাড়াই অবরোধ করে যানজটের অভিযোগে পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে। আশিঘর ফাঁড়ির এএসআই হাসিবুল হক বৃহস্পতিবার রাতে ভক্তিনগর থানায় এই মামলা করেছেন। তিনটি ধারায় মামলা রুজু হয়েছে। যার মধ্যে পুলিশের কাজে বাধা দেওয়ার মতো জামিন অযোগ্য ধারাও রুজু করা হয়েছে। গোটা বিষয়টি জানাজানি হয়েছে শনিবার।

ঘটনাকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দিলীপ তাঁর গত কয়েকদিনের চেনা ছন্দেই বলছেন, ‘রাজবংশীরা এর জবাব দেবেন।’ অন্যদিকে, দলীয়ভাবে বাগে আনতে না পেরে পুলিশকে ব্যবহার করা হচ্ছে বলে টিপ্পনী কাটছে বিরোধী রাজনৈতিক দলগুলি। শিলিগুড়ির বিধায়ক বিজেপির শংকর ঘোষ বলছেন, ‘আসলে দিলীপের চোরে চোরে মাসতুতো ভাই কথাটা ইতিহাস হয়ে থাকবে। দল তাঁকে বাগে আনতে পারছে না। তাই পুলিশকে ব্যবহার করা শুরু হয়েছে।’

সিপিএমের কাউন্সিলার প্রাক্তন মেয়র পারিষদ মুন্সি নুরুল ইসলাম বলছেন, ‘রাজ্য সরকারের বিরুদ্ধে যাঁরাই কথা বলেন, তাঁদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে দলের মেয়র পারিষদকেই ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আন্দোলন করার অধিকার সকলের রয়েছে।’ যদিও মামলার ব্যাপারে ডেপুটি মেয়র রঞ্জন সরকারের বক্তব্য, ‘এব্যাপারে কিছু জানা নেই।’ অন্যদিকে, শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের ডিসিপি (ইস্ট) রাকেশ সিং বলছেন, ‘ওইদিন ১২-২৫ জন পথ অবরোধ করে রাখার কারণে প্রচুর যানজট হয়েছিল। সেখানে জরুরি পরিষেবার কিছু গাড়িও আটকে ছিল। পুলিশের তরফ থেকে সরতে বলার কথা বলা হলেও ওরা সরেনি।’

বিভিন্ন সময় সরাসরি মেয়র গৌতম দেবের বিরুদ্ধে সরব হয়েছেন দিলীপ। শুধু তাই নয়, দলের অন্দরেও বারবার প্রশ্নের মুখে পড়েছেন এই মেয়র পারিষদ। এমনকি মাসকয়েক আগে এনজেপিতে শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কায় দিলীপের বিরুদ্ধেই এনজেপি থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই এলাকার এক শ্রমিক নেতা। এমনকি প্রধাননগর থানার আইসি বাসুদেব সরকারের বিরুদ্ধে সরাসরি ‘বিদ্রোহ’ ঘোষণা করায় পুলিশের তীক্ষ্ণ নজরে রয়েছেন দিলীপ।

যদিও গতমাসের ৩০ জুলাইয়ের বোর্ড মিটিংয়ে দিলীপ যাবতীয় সীমা পার করে ফেলেছেন বলে মনে করছেন তৃণমূলের একাংশ। এমনকি বর্তমান পরিস্থিতিতে তাঁকে বাগে আনাও যথেষ্ট কঠিন বলেও মনে করছেন নেতারা। এমন পরিস্থিতিতে দিলীপের নামে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, সাম্প্রতিককালে বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলো পথ অবরোধ করলেও এভাবে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা নজরে পড়েনি।

ওই এএসআইয়ের অভিযোগপত্রে বলা হয়েছে, পথ অবরোধের খবর পাওয়ামাত্র বাণেশ্বর মোড়ে যান পুলিশকর্মীরা। সেখানে তাঁরা দেখেন, দিলীপ বর্মনের উপস্থিতিতে ১২ থেকে ২৫ জন অবরোধ করেছেন। তাঁদের সরতে বলা হলেও সরেননি। রাস্তার দু’দিকে যানজট হয়। পরে তাঁদের সরিয়ে দেওয়া হয়। ১৫ মিনিটের জন্য রাস্তা অবরুদ্ধ থাকে। এরপর নির্দিষ্ট করে বলা হয়, পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ বর্মন সহ অবরোধকারীদের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত করা হোক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *