উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনেক সময় শরীরে কোনও সমস্যা দেখা দিলে বেশি কিছু লক্ষণ দেখা যায়। কিন্তু সেগুলিকে প্রায়ই আমরা অবহেলা করি। তেমনি কিছু লক্ষণ রয়েছে, যা আমাদের আগেই জানিয়ে দেয় যে শরীরে হজমের গুরুতর সমস্যা দেখা দিয়েছে (Digestive Points)। সেই লক্ষণগুলি কী কী জেনে নিন।
১. বদহজমের সমস্যা থাকলে চোঁয়া ঢেকুর উঠতে পারে। সারাক্ষণ এই অস্বস্তিকর ঢেকুর উঠতে থাকলে এখনই সাবধান হওয়া জরুরি।
২. বদহজমের সমস্যা থাকলে সারাক্ষণই পেটে চিনচিনে ব্যথা, অস্বস্তি হতে পারে। কিছু খেলেই মনে হবে পেটে যেন ব্যথা হচ্ছে।
৩. খাবার দেখলে অনীহা, খিদে না থাকা, গা-গোলানো এবং বমিভাব এগুলি বদহজমের কারণেই দেখা যায়। তাই এইসব উপসর্গ দেখা দিলে অবহেলা করবেন না।
৪. বদহজমের সমস্যায় ভুগলে আপনি জল খেলেও অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, এমন মনে হতে পারে। অ্যাসিডিটির সমস্যা প্রবলভাবে দেখা গেলে একেবারেই অবহেলা করবেন না।
৫. বদহজমের সমস্যা থাকলে সারাক্ষণ পেট আইঢাই করবে। মনে হবে যেন পেট ফুলে ফেঁপে রয়েছে। সামান্য কিছু খেলেই অস্বস্তি হবে। এইসব উপসর্গ অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।