শুভাশিস বসাক,ধূপগুড়ি: মাদক খাইয়ে এক তরুণের সর্বস্ব লুটের অভিযোগ উঠল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (এনবিএসটিসি) বাসে। শিলিগুড়ি থেকে ধূপগুড়ি গামী বাসটি মূলত জলঢাকা এলাকায় পৌঁছানোর পরই ঘটনাটি নজরে আসে বাকি যাত্রীদের। এরপরেই তড়িঘড়ি ধূপগুড়ি নিয়ে যাওয়া হয় বাসটি। তবে ওই তরুণের শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হওয়ায় ধূপগুড়ি চৌপথি এলাকায় বাস দাঁড় করিয়ে তরুণকে ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ, সিভিক ও স্থানীয়দের সহায়তায় বাস থেকে নামিয়ে শুশ্রূষা শুরু করা হয়। এরই মধ্যে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ এসে তরুণকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শুরুর পর ওই তরুণকে ধূপগুড়ি হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়।
ঘটনা প্রসঙ্গে বাসের কনডাক্টর আশিষ বক্সি বলেন, ‘শিলিগুড়ি থেকে দুজন বাসে চেপেছিল। তার মধ্যে একজন ফাটাপুকুরে দুজনের ভাড়া মিটিয়ে দেয় এবং অপরজনকে জলপাইগুড়ি নামিয়ে দিতে বলে সে বাস থেকে নেমে যায়। কিন্তু জলপাইগুড়িতে পৌছানোর পর কেউই নামার কথা বলেনি। এরপর বাস গন্তব্যের দিকে রওনা হয়। মাঝে ধূপগুড়ি ঢোকার মুখে বিপত্তি ঘটে।’ ধূপগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণকে উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তাঁর পরিচয় এখনও জানা যায়নি। হাসপাতালে পুনরায় গিয়েও খোঁজখবর নেওয়া হয়েছে। কিন্তু সে অচেতন থাকায় এখনও পর্যন্ত কিছু জানা যায় নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।