উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিস্ফোরণের জেরে উড়ে গেল গোটা বাড়ি! মারা গেলেন একই পরিবারের ৭ জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার ঘেরি এলাকায়। জানা যাচ্ছে, রাত সাড়ে ৯ টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। সূত্রের খবর, ওই বাড়িতে মজুত রাখা প্রচুর পরিমাণ বাজি। মনে করা হচ্ছে সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটে। তার আগে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে এখনও অগ্নিকাণ্ডের নেপথ্যের কারণ সম্বন্ধে নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকার্য চলছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আসন্ন বাসন্তী পুজো উপলক্ষে ব্যাপক পরিমাণে বাজি মজুত করে রাখা হয়েছিল ওই বাড়িতে। মৃতদের মধ্যে ৪ জন শিশু রয়েছে বলে জানা যাচ্ছে। এখনও নিখোঁজ রয়েছেন পরিবারের ৪ সদস্য । স্থানীয়দের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দুর থেকেও সেই শব্দ পাওয়া যায়।