উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার জোড়া চমক দিলেন অভিনেতা দেব (Dev)। একদিকে লন্ডনে (London) শুরু হল ‘প্রজাপতি ২’ (Projapoti-2)-এর শুটিং। অন্যদিকে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’ ছবির প্রথম গানের রোম্যান্টিক ঝলক।
মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবি শেয়ার করে চমক দিলেন দেব। নারকেল ফাটিয়ে শুটিংয়ের শুভ সূচনা করলেন।
এদিকে টলিউড সুপারস্টারের সপ্তাহান্তের চমক কিন্তু এখানেই শেষ নয়। লন্ডন থেকেই শেয়ার করলেন ‘ধূমকেতু’ (Dhumketu)-র প্রথম গানের ঝলক। যেখানে পাহাড়ি রাস্তায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ‘গানে গানে’ প্রেম জাহির করতে দেখা গেল দেবকে। এতগুলো বছর পর ‘ধূমকেতু’ রিলিজ করলেও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি নিয়ে বিন্দুমাত্র কৌতূহল কমেনি অনুরাগীদের। ১৪ অগাস্ট আসছে ‘ধূমকেতু’।
এদিকে বড়দিনে আসছে ‘প্রজাপতি ২’। তেইশ সালে দেব-মিঠুনের ‘প্রজাপতি’ ছবিকে ভালোবাসায় ভরিয়েছিলেন দর্শকরা। দেব-মিঠুনের জুটির ম্যাজিক এমনিতেই সুপারহিট। কাজেই ‘প্রজাপতি ২’ নিয়েও আশায় রয়েছেন অনুরাগীরা।