উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আবার মাতৃত্বের হাতছানি দীপিকা পাডুকোনের সামনে। তবে এবার বাস্তবে নয় বরং সিনেমার পর্দায়। ব্যক্তিগত জীবনে এই মুহূর্তে নিজের মেয়েকে নিয়েই ব্যস্ত রয়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী। আপাতত অভিনয় থেকে সাময়িক ছুটিতেই রয়েছেন বলা যায়। তবে এই নতুন চরিত্রটি ফেরাতে পারেননি তিনি।
জানা গিয়েছে, নতুন এই ছবিটির নাম ‘কিং’। আর এই ছবিতে সুহানা খানের মায়ের ভুমিকায় অভিনয় করবেন তিনি। ছবিতে শাহরুখ খানও রয়েছেন। দীপিকা ছবিতে তাঁর প্রাক্তন প্রেমিকাও বটে। সূত্রের খবর, ছবিতে দীপিকার ক্যামিয়ো চরিত্র হলেও তা খুবই গুরুত্বপূর্ণ।
অপরদিকে এই প্রথম বাবার সঙ্গে একই ছবিতে অভিনয় করতে চলেছেন সুহানা। বড় পর্দায় এটি তাঁর প্রথম কাজও বটে। জানা গিয়েছে, প্রথমে ছবিটি পরিচালনার কথা ছিল সুজয় ঘোষের। কিন্তু পরবর্তীতে এই দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ। ছবিতে মূল খলনায়কের চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৬-এ।
The put up Deepika Padukone | সুহানার ‘পর্দার মা’ দীপিকা! কিং-এর প্রাক্তনও বটে appeared first on Uttarbanga Sambad.