নয়াদিল্লি: রাফাল যুদ্ধবিমান তৈরি করতে টাটাদের সঙ্গে হাত মেলাল ফরাসি সংস্থা দাসোঁ অ্যাভিয়েশন। টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড (টিএএসএল) এবার থেকে রাফালের মূল কাঠামো তৈরি করবে। এই প্রথমবার ফ্রান্সের বাইরে রাফাল যুদ্ধবিমানের মূল কাঠামো সহ একাধিক গুরুত্বপূর্ণ অংশ তৈরি হতে চলেছে। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত কর্মসূচির আওতায় এই উৎপাদন হতে চলেছে। হায়দরাবাদে টিএএসএলের উৎপাদনকেন্দ্রে লকহিড মার্টিনের এফ-২১ যুদ্ধবিমান, অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, সি-২৯৫ পরিবহণকারী বিমান এবং সেগুলির বিভিন্ন অংশ তৈরি হয়েছে। দাসোঁর সঙ্গে চুক্তি অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে রাফালের প্রথম কাঠামোটি তৈরি করে ফেলতে হবে টাটাদের। উৎপাদন পুরোদমে চালু হলে প্রতিমাসে দুটি করে রাফাল কাঠামো তৈরি করবে টিএএসএল। গত এপ্রিলে ভারতীয় নৌসেনার জন্য ২৬টি পঞ্চম প্রজন্মের রাফাল কেনার চুক্তি করেছে নয়াদিল্লি। এর আগে ২০১৬ সালের চুক্তি অনুযায়ী ভারতীয় বায়ুসেনাকে ৩৬টি রাফাল ধাপে ধাপে সরবরাহ করছে দাসোঁ।