Dakshin Dinajpur | ১২টি রাজবংশী ভাষার স্কুলের ৪৩ শিক্ষকের বেতন বন্ধ, আন্দোলনে জিসিপিএ

Dakshin Dinajpur | ১২টি রাজবংশী ভাষার স্কুলের ৪৩ শিক্ষকের বেতন বন্ধ, আন্দোলনে জিসিপিএ

শিক্ষা
Spread the love


বালুরঘাট: ১২টি রাজবংশী ভাষার স্কুলের ৪৩ জন শিক্ষকেরই পুজোর আগে বেতন বন্ধ হয়ে গিয়েছে। দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার রাজবংশী ভাষা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এমন বঞ্চনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনর (GCPA) ব্যানারে আন্দোলনে নামলেন রাজবংশী শিক্ষকরা। বালুরঘাট হাইস্কুল মাঠে জমায়েতের পর মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে ধর্নায় বসেন তাঁরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএম অফিস চত্বরে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ১৬টি রাজবংশী ভাষার প্রাথমিক বিদ্যালয় চালুর অনুমোদন দেয় শিক্ষা দপ্তর। শেষ পর্যন্ত ১২টি স্কুল চালু হয়। ৪৩ জন শিক্ষক-শিক্ষিকা সেখানে কাজ করছেন। মূলত পার্শ্বশিক্ষক হিসেবে ১০ হাজার সাম্মানিকে ওই শিক্ষকরা ওই স্কুলগুলোতে পড়ান। কিন্তু পুজোর আগে তাদের দু মাসের বেতন বন্ধ হয়ে যাওয়ায় আন্দোলনে নেমেছেন তাঁরা। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ বর্মন জানান, দু’মাসের বেতন দ্রুত প্রদান ও বন্ধ থাকা চারটি স্কুল চালুর দাবিতে তাঁদের এদিনের এই আন্দোলন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *