সুবীর মহন্ত, বালুরঘাট: কখনও দুবাইয়ের বুর্জ খলিফা আবার কখনও অযোধ্যার রাম মন্দির। কোন বছরে কোন থিমে দুর্গাপুজোর মণ্ডপ সাজবে, কী চমক থাকবে সেদিকে নজর রাখে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা (Dakshin Dinajpur)। তবে বালুরঘাটের (Balurghat) নিউ টাউন ক্লাবের এই বিখ্যাত পুজো আরেক কারণেও বিখ্যাত। বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ওই ক্লাবের সভাপতি। এবার নিউটাউন ক্লাব এবং পল্লি পাঠাগারের দুর্গাপুজার ৭৩তম বর্ষ। ফলে অন্যান্য বছরের মতো এবারের দুর্গাপুজোতেও তাক লাগানোর ব্যবস্থা করছে ক্লাব কর্তৃপক্ষ। চলতি বছরে তাঁদের থিম অপারেশন সিঁদুর। দিল্লির ঐতিহ্যবাহী লালকেল্লার আদলে প্যান্ডেল তৈরি হবে। সুদূর মুম্বই থেকে আসা লাইট অ্যান্ড সাউন্ড-এর রকমারি বাহারের মাধ্যমে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) গৌরব গাথা ফুটিয়ে তোলা হবে। সোমবার ছিল ক্লাবের খুঁটিপুজো।
পুজোর এখনও মাস দুয়েক বাকি বটে তবে এদিন খুঁটিপুজোয় উপস্থিত থেকে শারোদৎসবের দামামা বাজিয়ে দিয়েছেন সুকান্ত। এছাড়া তিনি নিজের ক্লাবের পুজোর উদ্বোধনে হেভিওয়েট নেতা বা তারকাদের আনার প্রক্রিয়া শুরু করেছেন বলেও ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন। তবে কারা আসবেন তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।
এবিষয়ে সুকান্ত বললেন, ‘মা আসছেন। মায়ের আগমন উপলক্ষ্যে চারিদিকে সাজোসাজো রব। এদিন নিউটাউন ক্লাবের খুঁটিপুজোর মধ্য দিয়ে আমাদের সেই প্রস্তুতি শুরু হয়ে গেল। এবারের বিশেষ আকর্ষণ হল মুম্বই থেকে আনা লাইট অ্যান্ড সাউন্ড-এর মাধ্যমে ভারতীয় সেনার গৌরব গাথা তুলে ধরা। আমাদের এই প্রচেষ্টা দেখতে জেলা সহ জেলার বাইরের লক্ষ লক্ষ মানুষ আসবে সেই আশা করি।’ আগে অবশ্য ওই পুজো উদ্বোধনে মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষের মতো তারকারা এসেছিলেন।
এমনকি অনলাইন মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আগে পুজো উদ্বোধন করেছেন। তাই এবারও বড় চমকের জন্য অপেক্ষা করছেন বালুরঘাটবাসী। প্রতি বছর থিমপুজোর মধ্যে দক্ষিণ দিনাজপুরের অন্যান্য বড় ক্লাবগুলির মতো নিউটাউন ক্লাবও নজর কাড়ে। বেশ কয়েকবার জেলার সেরা পুজোগুলির মধ্যে ওই পুজো স্থান পেয়েছে। এর আগেও বুর্জ খলিফা, রাম মন্দির, ডিজনিল্যান্ডের আদলে মণ্ডপ গড়ে চমক দিয়েছিল ক্লাব।
সম্প্রতি পহলগামে জঙ্গি হামলার জবাবে গত মে মাসে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হেনেছিল ভারতীয় সেনা। অপারেশন সিঁদুর নামক ওই অভিযানে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। সেনার এই গৌরব গাথাকেই এবার তুলে ধরা হবে। এনিয়ে ক্লাব সম্পাদক অরিজিৎ মহন্তর কথায়, ‘এদিন খুঁটিপুজো অনুষ্ঠিত হল। এবারে আমাদের থিম অপারেশন সিঁদুর। প্রতি বছরের মতো এবারেও আমাদের এই উদ্যোগ মানুষের পছন্দ হবে বলেই আশা করছি।’