Dakshin Dinajpur | অবহেলায় নষ্ট হচ্ছে কুশমণ্ডির নীলকুঠি

Dakshin Dinajpur | অবহেলায় নষ্ট হচ্ছে কুশমণ্ডির নীলকুঠি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


সৌরভ রায়, কুশমণ্ডি: কুশমণ্ডি (Kushmandi) তথা দক্ষিণ দিনাজপুরে (Dakshin Dinajpur) অবস্থিত অন্যতম নীলকুঠি (Nilkuthi) এখন অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে। মহিপাল দিঘির পাড়ে ওই নীলকুঠিতে এক সময় নীল চাষ হত। ইতিহাস গবেষকদের দাবি, তৎকালীন ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ সাহেবরা ওই নীলকুঠিতে এসেছিলেন।

সেই নীলকুঠি এখন অবহেলায় নষ্ট হচ্ছে। একসময় পঞ্চায়েত সমিতি থেকে নীল কুঠির চারদিকে বাউন্ডারিওয়াল দিলেও তা রক্ষণাবেক্ষণ করার কোনও উদ্যোগ নেই বলে দাবি স্থানীয় বাসিন্দা সহ ইতিহাস গবেষকদের। ইতিহাস গবেষক সুমিত ঘোষ বলেন, ‘জেলার ইতিহাস পর্যটনের অন্যতম স্থান নীলকুঠি। সে নীলকুঠির দিকে এখন তাকানো যায়না। আবর্জনায় ভর্তি হয়ে গিয়েছে। পঞ্চায়েত বা ব্লক প্রশাসন ইচ্ছে করলেই ওই নীলকুঠির জায়গা সবসময় পরিষ্কার রাখতে পারে।’

স্থানীয়দের দাবি, নীলকুঠি পরিষ্কার থাকলে এলাকাটা পরিষ্কার থাকে। প্রশাসন ঘিরে রাখার ফলে সেটা আর পরিষ্কার করা যায়না। কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মিঠু জোয়ারদার বলেন, ‘একটা সময় নীলকুঠি সংস্কারের উদ্যোগ নিয়েছিলাম বলে ওই জায়গাটুকু আছে।’ মহিপাল দিঘিপাড়ের আরেক পঞ্চায়েত সমিতির সদস্য তথা জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পিউ ঘোষ বসাক জানিয়েছেন, তিনি এই বিষয়ে ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলে কুঠি পরিষ্কার করার উদ্যোগ নেবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *