CV Ananda Bose | আটকে বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল! বিবৃতি দিয়ে কারণ জানাল রাজভবন

CV Ananda Bose | আটকে বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল! বিবৃতি দিয়ে কারণ জানাল রাজভবন

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল আটকে রয়েছে রাজভবনে। সম্প্রতি এই প্রসঙ্গ তুলে তামিলনাডুর রাজ্যপালকে দুষেছিল সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, এভাবে বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপালদের ঝুলিয়ে রাখা ‘বৈধ’ নয়। এরপরই একই বিষয় নিয়ে চাপ বাড়ানো শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকারও। কারণ, বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধেও রয়েছে এমনই অভিযোগ। রাজ্যপালকে বিলগুলি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এনিয়ে জবাব এসেছে রাজভবনের (Raj Bhavan) তরফেও।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণের কথা তুলে মঙ্গলবারই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিলগুলি নিয়ে তাঁর ‘কর্তব্য’র কথা মনে করিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর বুধবার রাতে দু’টি লিখিত বিবৃতি প্রকাশ করে রাজভবন। কেন বিধানসভায় পাশ হওয়া বিলগুলি (Invoice) আটকে রয়েছে, তার কারণ ব্যাখ্যা করা হয়েছে বিবৃতিতে। এমনকি রাজ্যপাল সংবিধান অনুযায়ী শিষ্টাচার মেনে চলছেন বলেই দাবি করেছে রাজভবন। তবে এই বিবৃতিতে স্পিকার বা রাজ্য সরকারের বিষয়ে কোনও কথা উল্লেখ করা হয়নি।

রাজভবনে যে বিলগুলি আটকে রয়েছে, তার মধ্যে রয়েছে, গণপিটুনি সংক্রান্ত বিল, হাওড়া ও বালি পুরসভাকে একত্রিত করা সংক্রান্ত বিল, মুখ্যমন্ত্রীকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা সংক্রান্ত আটটি বিল এবং মহাগুরুত্বপূর্ণ অপরাজিতা বিল। তবে বিলগুলি আটকে রাখা নিয়ে রাজভবনের বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালে জানানো হয়েছিল মোট ২২টি বিল রাজভবনে আটকে রয়েছে। সেই খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই বিলগুলির মধ্যে পাঁচটিতে ইতিমধ্যেই রাজ্যপাল সায় দিয়েছেন বলে জানিয়েছে রাজভবন। কয়েকটি বিল সংক্রান্ত আরও তথ্য তলব করা হয়েছে।

সেই সঙ্গে রাজভবনের দাবি, রাজ্যপাল ২০২৪ এবং ২০২৫ সালের মোট ১১টি বিল রাষ্ট্রপতির কাছে বিবেচনার জন্য পাঠিয়েছেন। এই বিলগুলির মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত এবং একটি অপরাজিতা বিল। যা আরজি কর কাণ্ডের পর ধর্ষণ ও খুনের ঘটনায় কড়া শাস্তির জন্য পাশ করিয়েছিল রাজ্য সরকার। এছাড়া হাওড়া পুরসভা ও গণপিটুনি সহ একাধিক বিলে সম্মতি দেওয়া নিয়ে রাজ্য সরকারের কাছে বেশ কিছু তথ্য চেয়েছে রাজভবন। তবে এর উপযুক্ত জবাব বা তথ্য এখনও নবান্ন দেয়নি বলে দাবি করা হয়েছে। ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছেও তথ্য তলব করেছে কলকাতার রাজভবন। আবার কোনও বিলের ক্ষেত্রে রাজ্য সরকারকে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, সচিবদের রাজভবনের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। সেক্ষেত্রে দায় যে রাজ্য সরকারের, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে রাজভবন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *