উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আমেরিকা থেকে ভারতে তেল আমদানি লাফিয়ে বাড়ছে। গত বছরের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মার্কিন তেল আমদানি ৫১ শতাংশ বেড়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে প্রতিদিন আমেরিকা থেকে গড়ে ২.৭১ লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে ভারত। গত বছর এই ছয় মাসে যা ছিল গড়ে ১.৮ লক্ষ ব্যারেল প্রতিদিন। এজন্য খরচ হয়েছে দ্বিগুণেরও বেশি।
চলতি বছরের জুন মাসে আমেরিকা থেকে যে পরিমাণ তেল আমদানি করা হয়েছিল, জুলাই মাসে তার থেকে ২৩ শতাংশ বেশি তেল আমদানি করা হয়েছে ভারতে। সার্বিকভাবে ভারত আমেরিকা থেকে যে পরিমাণ তেল আমদানি করত, তা মোট আমদানির তিন শতাংশ ছিল। এখন সেটা বেড়ে আট শতাংশ হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় এসেছেন ২০ জানুয়ারি। ট্রাম্প ক্ষমতায় ফেরার পরই মার্কিন তেল আমদানির পরিমাণ বাড়িয়েছে ভারত। শুধু তেল নয়, এলপিজি, এলএনজি-র মতো জ্বালানি গ্যাসও আমেরিকা থেকে আগের চেয়ে বেশি কিনছে ভারত। ২০২৩ সালের তুলনায় ২০২৪-২৫ অর্থবর্ষে এলএনজি আমদানি প্রায় ১০০ শতাংশ বেড়েছে।
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। মোট আমদানির অন্তত ৩৫ শতাংশ রাশিয়া থেকে আসে। যা নিয়ে অসন্তুষ্ট ট্রাম্প। ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে ভারতকে দিতে হবে জরিমানা। যদিও সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের কোনও সম্ভাবনা নেই। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মার্কিন তেল আমদানিও।
The submit Crude oil import from US | ছয় মাসে আমেরিকা থেকে তেল আমদানি বেড়েছে ৫১ শতাংশ, বলছে রিপোর্ট appeared first on Uttarbanga Sambad.