Cristiano Ronaldo | মেয়াদ শেষ ৩০ জুন, রোনাল্ডোর চুক্তি নিয়ে ভাবনায় নাসের

Cristiano Ronaldo | মেয়াদ শেষ ৩০ জুন, রোনাল্ডোর চুক্তি নিয়ে ভাবনায় নাসের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


রিয়াধ: সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে ৩০ জুন চুক্তি শেষ হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সৌদি প্রো লিগে সোমবার ক্লাবের শেষ ম্যাচের পর নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেন সিআর সেভেন। যেখানে লেখেন, ‘এই অধ্যায় শেষ হল। তবে গল্প লেখা চলবে। সকলকে ধন্যবাদ।’ এই পোস্টের পর অনেকেই ভেবেছিলেন রোনাল্ডোর গন্তব্য এবার অন্য কোথাও? কিন্তু সম্প্রতি সৌদির ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরো সংবাদমাধ্যমকে এক বিবৃতিতে জানিয়েছেন, রোনাল্ডোর সঙ্গে চুক্তি নবীকরণের বিষয়টি তাঁদের ভাবনায় রয়েছে।

সদ্যসমাপ্ত সৌদি প্রো লিগে তৃতীয় স্থানে শেষ করায় আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ এলিটেও খেলতে পারবে না আল নাসের। এদিকে, ১৫ জুন শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। সেখানেও যোগ্যতা অর্জন করতে পারেনি সৌদির এই ক্লাবটি। এরই মধ্যে আবার স্বয়ং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো জানিয়েছিলেন, রোনাল্ডোকে ক্লাব বিশ্বকাপে খেলানোর বিষয়টি ভেবে দেখা হচ্ছে। এছাড়া ফিফার তরফে এই টুর্নামেন্টকে মাথায় রেখে এক বিশেষ ট্রান্সফার উইন্ডো চালুর সিদ্ধান্তও নেওয়া হয়। আর তার মধ্যেই রোনাল্ডোর ওই ইঙ্গিতবাহী পোস্ট। সবকিছু আল নাসের এবং রোনাল্ডোর যাত্রাপথ পৃথক হওয়ার দিকেই ইঙ্গিত করছিল। কিন্তু ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের আশ্বাসের পর এখন খানিকটা নিশ্চিন্ত হতেই পারেন সমর্থকরা।

ওই বিবৃতিতে ফার্নান্দো আরও জানান, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে নিজেদের দলে পেতে অনেক ক্লাবই ঝাঁপিয়েছে। তবে তাঁরা রোনাল্ডোকে নিজেদের সঙ্গে রাখতে সবরকম চেষ্টা করবেন। সেই সঙ্গে সমগ্র বিশ্বের কাছে সৌদি প্রো লিগকে জনপ্রিয় করার ক্ষেত্রে রোনোল্ডোর অবদানের ভূয়সী প্রশংসাও করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *