উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এবছরও বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই নিয়ে তিনি টানা তিনবার বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রয়েছেন। সব মিলিয়ে পাঁচবার এই তালিকার সবার ওপরে তাঁর নাম এই পর্তুগাল ফুটবলারের। যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক বিখ্যাত সাময়িকী ফোর্বসের সর্বশেষ তালিকায় এই তথ্য পাওয়া গিয়েছে। ফোর্বস এই তালিকা করেছে খেলোয়াড়দের বেতন, বোনাস, পৃষ্ঠপোষক, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব আয়ের উৎস বিবেচনায় নিয়ে।
ফোর্বসের রিপোর্টে জানা গিয়েছে, ৪০ বছর বয়সী কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো গত এক বছরে আয় করেছেন ২৭ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা ২২৮২ কোটি ৫০ লক্ষ টাকা। গত এক বছরে রোনাল্ডোর আয় বেড়েছে ১ কোটি ৫০ লক্ষ ডলার। এর পেছনে বড় ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিশাল সংখ্যক ফলোয়াড়, যা অনেক আগেই ১০০ কোটি ছাড়িয়েছে।
তবে অর্থনৈতিক দিক থেকে সবার ওপরে থাকলেও মাঠে এখন আর সেভাবে মাঠে সাফল্যের দেখা পাচ্ছেন না রোনাল্ডো। ২০২৩ সালের শুরুতে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দিলেও এখন পর্যন্ত বড় কোনও শিরোপা জিততে পারেননি এই পর্তুগালের ফরোয়ার্ড।
রোনাল্ডোর পর দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি। তাঁর উপার্জন ১৫ কোটি ৬০ লক্ষ ডলার (১২৯৪ কোটি ৪৮ লক্ষ টাকা)। তবে তালিকায় পাঁচ নম্বরে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। গত এক বছরে মেসি আয় করেছেন ১৩ কোটি ৫০ লক্ষ ডলার (১১২৫ কোটি ৫০ লক্ষ টাকা)। এই সমপরিমাণ অর্থ আয় করেই ২০২৪ সালের তালিকায় তিনি ছিলেন তিনে।
২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এরপর ‘টেক জায়ান্ট’ অ্যাপলের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হন। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে তাঁর আজীবন চুক্তি আছে। তবে গত এক বছরে তাঁর আয় বাড়েনি।
ফুটবলারদের মধ্যে শীর্ষ ১০ থেকে ছিটকে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে ও নেইমার। গত এক বছরে দুজনই ক্লাব পাল্টেছেন। পিএসজির ‘পেট্রো ডলার’ ছেড়ে এমবাপ্পে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার ফিরেছেন শৈশবের ক্লাব সান্তোসে। ফলে দুজনেরই কমেছে আয়। সর্বোচ্চ আয়ের তালিকায় এমবাপ্পে বর্তমানে ১৬ ও নেইমার ২৫ নম্বরে আছেন।