Cristiano Ronaldo | এখনই ফুটবলকে বিদায় নয়, রোনাল্ডোর সঙ্গে চুক্তি বাড়াচ্ছে নাসের

Cristiano Ronaldo | এখনই ফুটবলকে বিদায় নয়, রোনাল্ডোর সঙ্গে চুক্তি বাড়াচ্ছে নাসের

শিক্ষা
Spread the love


রিয়াধ: কয়েকদিন আগেই চল্লিশে পা রেখেছেন তিনি। তাঁর অবসর নিয়ে জল্পনা চললেও এখনই ফুটবলকে বিদায় জানাচ্ছেন না পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বরং তাঁর ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তি বাড়াতে চলেছেন তিনি।

সূত্র মারফত জানা গিয়েছে, ২০২৬ সালের জুন পর্যন্ত আল নাসেরের হয়ে খেলবেন রোনাল্ডো। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে চুড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

গত বছরের অগাস্টে রোনাল্ডো বলেছিলেন, ‘আরও দুই-তিন বছর আমি খেলতে চাই। আল নাসেরের হয়ে খেলা উপভোগ করছি।’ আপাতত ফুটবল কেরিয়ারে মোট ৯২৫টি গোল করেছেন রোনাল্ডো। হাজার গোলের মাইলেোফলক স্পর্শ করতে ৭৫টি গোল দরকার। সেই লক্ষ্যে এগোচ্ছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *