কলকাতা: কলঙ্কিত বাংলা ক্রিকেট সংস্থা। অতীতে কখনও হয়েছে কিনা, মনে করা যাচ্ছে না। অথচ, বৃহস্পতিবার সন্ধ্যার অ্যাপেক্স কাউন্সিলের শেষ বৈঠকে যুগ্মসচিব দেবব্রত দাসকে সাসপেন্ড করা হল। আর্থিক তছরুপের পাশাপাশি উঠতি ক্রিকেটারদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে সাসপেন্ড হলেন দেবব্রত। আগামী ২৩ অগাস্ট তাঁকে ওম্বাডসম্যানের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাতের দিকে সিএবি থেকে বেরিয়ে যাওয়ার সময় উত্তরবঙ্গ সংবাদ-কে দেবব্রত বলে গেলেন, ‘আমি রাজনীতির শিকার।’
সিএবি-র যুগ্মসচিব সাসপেন্ড হওয়ার দিনে বাংলা ক্রিকেট সংস্থার আয় বাড়ল মোট ১৪ কোটি টাকা। জানা গিয়েছে, শেষ আর্থিক বছরে সিএবি-র মোট ৬৫ কোটি টাকা আয় হয়েছে। এসবের মধ্যেই আজ সন্ধ্যার অ্যাপেক্সের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, টিম ইন্ডিয়ার হয়ে ইংল্যান্ড সফরে থাকা দুই প্রতিনিধি আকাশ দীপ ও অভিমন্যু ঈশ্বরণকে বিশেষ সম্মান জানানো হবে। ৩০ অগাস্ট দক্ষিণ কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে। সেই পুরস্কার প্রদানের মঞ্চে অভিমন্যু ও আকাশকে সম্মান জানাবে সিএবি।
এদিকে, এদিনের অ্যাপেক্সের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সিএবি-র বার্ষিক সাধারণ সভা ২০-এর বদলে ২২ সেপ্টেম্বর হবে।