Cpim | ব্যতিক্রমী সিদ্ধান্ত সিপিএমে!  বাঁকুড়ায় দলের জেলা সম্পাদকের দায়ীত্ব পেলেন দেবলীনা হেমব্রম

Cpim | ব্যতিক্রমী সিদ্ধান্ত সিপিএমে!  বাঁকুড়ায় দলের জেলা সম্পাদকের দায়ীত্ব পেলেন দেবলীনা হেমব্রম

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যতিক্রমী সিদ্ধান্ত সিপিএমে (Cpim)। এই প্রথম দলের জেলা সম্পাদক হলেন কোনও মহিলা। সম্মলেন শেষে দীর্ঘদিনের পোড়খাওয়া নেত্রী দেবলীনা হেমব্রমকে (Debaleena-Hembrom) বাঁকুড়া জেলা সিপিএমের সম্পাদক করা হল। এর আগে সিপিএমে কোনও মহিলাকে জেলা সম্পাদক করার নজির নেই। সেই অর্থে বাঁকুড়া অবশ্যই ব্যতিক্রম। দেবলীনা জেলার দায়িত্বে আসায় আরও একটি নিয়মভঙ্গ হল সিপিএমে। তা হল কেন্দ্র-রাজ্য ও জেলা, এই তিন স্তরে কোনও একজনকে দায়িত্বে রাখা। এতদিন এই নজিরও ছিলনা সিপিএমে। দেবলীনা যেমন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তেমনি তিনি রাজ্য সম্পাদকমণ্ডলীতেও আছেন। এবার এলেন জেলা সম্পাদকের দায়িত্বে। তাই দেবলীনার ক্ষেত্রেও গঠনতন্ত্রের নিয়ম বদল করল সিপিএম। যদিও দলীয় সূত্রের ব্যাখ্যায় এটি ‘ব্যতিক্রম’।

উল্লেখ্য, বাঁকুড়া আদিবাসী অধ্যুষিত জেলা। একসময় এই জেলায় সিপিএমের সংগঠনের জোর থাকলেও এখন তা কার্যত তলানিতে। সদ্য হয়ে যাওয়া তালড্যাংরা বিধানসভা নির্বাচনে সিপিএম জামানত পর্যন্ত খুইয়েছে। এই পরিস্থিতিকে আদিবাসী নেত্রী দেবলীনাকে জেলা সম্পাদক করে সিপিএম কোনও বার্তা দিতে চাইল বলেই মনে করছেন অনেকে। তবে তাতে কাজ কতটা হবে তাতে সংশয় রয়েছে। কারণ এর আগে আদিবাসী নেতাকে জেলা সম্পাদক পদে বসিয়েও ভাগ্য ফেরেনি সিপিএমের। তবে দেবলীনার নির্বাচনে সিপিএম একদিকে যেমন আদিবাসীদের বার্তা দিতে চাইছে, তেমনি দলে মহিলাদের গুরুত্ব দেওয়ার নীতিও তুলে ধরতে চাইছে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *